বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ , ৭ শাবান ১৪৪৬

খেলা

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই কোন চমক

ক্রীড়া ডেস্ক জানুয়ারী ১৮, ২০২৫, ২১:১৬:৩৫

98
  • ছবি: ইন্টারনেট

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শনিবার দল ঘোষণা করেছে ভারত। তবে দলটিতে নেই কোন চমক। অভিজ্ঞ ক্রিকেটারদের ওপরই ভরসা রেখেছে দেশটির ক্রিকেট বোর্ড। চোটের কারণে এক বছরের বেশি সময় বাইরে থাকার পর দলে ফিরেছেন ফাস্ট বোলার মোহাম্মদ শামি। অধিনায়ক হিসেবে থাকছেন রোহিত শর্মাই। সহ–অধিনায়ক করা হয়েছে শুবমান গিলকে। দলে আছেন জাসপ্রিত বুমরাও। 

১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে ভারতের খেলা ২০ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ বাংলাদেশ। এরআগে দেশে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। সেই সিরিজেও এই দলটিই খেলবে। শুধু বুমরাকে নিয়ে অনিশ্চয়তার কারণে এই সিরিজের দলে রাখা হয়েছে হর্ষিত রানাকে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে ৬ ফেব্রুয়ারি। পরের দুটি ম্যাচ ৯ ও ১২ ফেব্রুয়ারি। প্রথম দুই ম্যাচে বুমরাকে পাওয়া যাবে কি না, এই সংশয়ের কারণেই রাখা হয়েছে হর্ষিত রানাকে।

শামি ওয়ানডে দলে ফিরলেন সেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর। ২০২৩ সালের নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের পর আর ভারতের হয়ে খেলেননি শামি। বিশ্বকাপের পর অ্যাঙ্কেলের অস্ত্রোপচার করিয়েছিলেন। ভুগেছেন হাঁটুর সমস্যায়ও।

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির  দল: 

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুবমান গিল (সহ–অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরা, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং, যশস্বী জয়সোয়াল, ঋশভ পন্ত, রবীন্দ্র জাদেজা

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন