শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১ , ৯ শাবান ১৪৪৬

খেলা

বর্ষসেরা টেস্ট দলে ভারত-ইংল্যান্ডের দাপট

ক্রীড়া ডেস্ক জানুয়ারী ২৪, ২০২৫, ১৯:৩৫:৫০

788
  • ছবি: ইন্টারনেট

বছরের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। যে দলে ভারত-ইংল্যান্ডের জয় জয়কার। দুই দলের আছেন ৭ জন। বর্ষসেরা টেস্ট দলে নিউ জিল্যান্ডের আছেন দুজন, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার একজন করে। 

বর্ষসেরা টেস্ট দলের নেতৃত্বে প্যাট কামিন্স। গত বছর তিনি ব্যাট–বল হাতেও দারুণ পারফরম্যান্সই করেছেন। নিয়েছেন ৩৭ উইকেট, ব্যাট হাতে লোয়ার অর্ডারে নেমে ২৩.৫৩ গড়ে করেছেন ৩০৬ রান।

২০২৪ সালে টেস্টে সর্বোচ্চ রান ছিল জো রুটের (১৫৫৬)। তালিকায় এর পরের দুটো নাম দুই বাঁহাতি ওপেনার যশস্বী জয়সোয়াল (১৪৭৮) ও বেন ডাকেটের (১১৪৯)। এই তিনজনই আছেন বর্ষসেরা টেস্ট দলে। ওপেনার হিসেবেই থাকছেন জয়সোয়াল ও ডাকেট। রুট আছেন ৪ নম্বর পজিশনে।

বছরের সেরা টেস্ট দলের তিনে নিউ জিল্যান্ডের কেইন উইলিয়ামসন। ২০২৪ সালে প্রায় ৬০ গড়ে রান করে তিনি করেন ১০১৩। মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে থাকবেন হ্যারি ব্রুক, কামিন্দু মেন্ডিস ও জেমি স্মিথ। মাত্র ২৫ বছর বয়সেই ইংল্যান্ড টেস্ট দলের তারকা বনে গেছেন ব্রুক। তাঁর ব্যাটে এসেছে গত বছরের চতুর্থ সর্বোচ্চ ১১০০ রান।

ইংল্যান্ডের স্মিথের টেস্ট অভিষেকই হয়েছে ২০২৪ সালে। জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হওয়া এই উইকেটকিপার–ব্যাটসম্যান গুরুত্বপূর্ণ সময়ে ইংল্যান্ডকে বেশ কয়েকবার বাঁচিয়েছেন। ৪২.৪৬ গড়ে রান করেছেন ৬৩৭। উইকেটের পেছন থেকে করেছেন ৩২ ডিসমিসালস।

একমাত্র স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন রবীন্দ্র জাদেজা। ৫২৭ রান আর ৪৮ উইকেট নিয়েছেন তিনি। এদিকে কামিন্সের সঙ্গে পেস বোলার হিসেবে থাকছেন ম্যাট হেনরি ও জাসপ্রীত বুমরা। নিউ জিল্যান্ডের হেনরি গত বছর উইকেট নিয়েছেন ৪৮টি, যা বছরের চতুর্থ সর্বোচ্চ। বুমরার কি পরিসংখ্যান বলতে হবে? বলেই দেওয়া যাক। ৭১ উইকেট নিয়েছেন; যা বছরের সর্বোচ্চ।

বর্ষসেরা টেস্ট দল:

যশস্বী জয়সোয়াল, বেন ডাকেট, কেইন উইলিয়ামসন, জো রুট, হ্যারি ব্রুক, কামিন্দু মেন্ডিস, জেমস স্মিথ, রবীন্দ্র জাদেজা, প্যাট কামিন্স (অধিনায়ক), ম্যাট হেনরি ও জাসপ্রীত বুমরা।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন