বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ , ৭ শাবান ১৪৪৬

খেলা

টি–টোয়েন্টির বর্ষসেরা অর্শদীপ

ক্রীড়া ডেস্ক জানুয়ারী ২৫, ২০২৫, ২০:৪৯:০০

97
  • ছবি: ইন্টারনেট

গত বছর দীর্ঘ অপেক্ষার অবসান হয় ভারতের। ১৭ বছর পর তারা টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধার করে। সেই দলে থাকা পেসার অর্শদীপ সিং হয়েছেন ২০২৪ সালে টি-টোয়েন্টির বর্ষসেরা পুরুষ খেলোয়াড়।

২০২৪ সালে অনুষ্ঠেয় ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র বিশ্বকাপে পাওয়ার প্লে ও ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করে ভারতের জয়ে বড় অবদান রাখেন অর্শদীপ। ২৫ বছর বয়সী বাঁহাতি পেসার সেই বিশ্বকাপে পেয়েছিলেন ১৭ উইকেট। আফগান পেসার ফজলহক ফারুকির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন অর্শদীপ।

ভারতের হয়ে ১৮টি টি-টোয়েন্টিতে অর্শদীপ পেয়েছেন ৩৬ উইকেট। ওভারপ্রতি ৭.৪৯ রান দেওয়া অর্শদীপ প্রতি ১০.৮০ বলেই নিয়েছেন একটি করে উইকেট।

২০২৪ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার চেয়ে বেশি উইকেট পেয়েছেন চারজন—সৌদি আরবের উসমান নাজিব (৩৮), শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা (৩৮), সংযুক্ত আরব আমিরাতের জুনাইদ সিদ্দিক (৪০) ও হংকংয়ের এহসান খান (৪৬)। তাঁদের সবাই অর্শদীপের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন।

বর্ষসেরার লড়াইয়ে অর্শদীপের সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় ছিলেন পাকিস্তানের বাবর আজম, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন