সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ , ১৭ রমজান ১৪৪৬

খেলা

প্রথমবার অস্ট্রেলিয়ার বর্ষসেরা হেড

ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারী ৩, ২০২৫, ২১:২৫:০৬

164
  • ছবি: ইন্টারনেট

গত বছর ব্যাট হাতে দাপট দেখান ট্রাভিস হেড। যার পুরস্কার এবার পেলেন তিনি। অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার ‘অ্যালান বোর্ডার মেডেল’ জিতেছেন এই ব্যাটসম্যান। এদিকে মেয়েদের সেরা নির্বাচিত হয়েছেন অ্যানাবেল সাদারল্যান্ড। এই পেস বোলিং অলরাউন্ডার জিতেছেন ‘বেলিন্ডা ক্লার্ক অ্যাওয়ার্ড।’সোমবার জমকালো অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান ক্রিকেটে ২০২৪ সালের সেরাদের স্বীকৃতি দেওয়া হয়।

এদিকে ছেলেদের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারও হয়েছেন হেড। ‘শেন ওয়ার্ন টেস্ট প্লেয়ার অব দা ইয়ার’ নির্বাচিত হয়েছেন পেসার জশ হেইজেলউড। গত বছর ৭ টেস্টে ১৩.৬০ গড়ে তিনি নিয়েছেন ৩৫ উইকেট।

ছেলেদের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা। মেয়েদের টি-টোয়েন্টির সেরা হয়েছেন বেথ মুনি, ওয়ানডেতে অ্যাশলি গার্ডনার।

‘অ্যালান বোর্ডার মেডেল’ জয়ের লড়াইয়ে হেডের ধারেকাছেও ছিলেন না কেউ। তিনি পেয়েছেন ২০৮ ভোট, দ্বিতীয় স্থানে থাকা হেইজেলউডের চেয়ে ৫০টি বেশি, তৃতীয় হওয়া প্যাট কামিন্সের চেয়ে ৬১টি বেশি।

২০২৪ সালে তিন সংস্করণ মিলিয়ে অস্ট্রেলিয়ার হয়ে চার সেঞ্চুরিতে মোট ১ হাজার ৪২৭ রান করেন হেড। ৯ টেস্টে ৪০.৫৩ গড়ে করেন ৬০৮ রান। সেঞ্চুরি করেন তিনটি। যার দুটি বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের বিপক্ষে টানা দুই ম্যাচে।

অ্যাডিলেইডে গোলাপি বলের টেস্টে ১৪১ বলে ১৪০ রানের পর ব্রিজবেনে করেন ১৬০ বলে ১৫২। আরেকটি সেঞ্চুরি করেন তিনি বছরের শুরুতে অ্যাডিলেইডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

ওয়ানডেতে গত বছর ৫ ম্যাচে ৬৩ গড় ও ১২০ স্ট্রাইক রেটে বাঁহাতি এই ব্যাটসম্যান করেন ২৫২ রান। ইংল্যান্ডের বিপক্ষে রান তাড়ায় খেলেন ১২৯ বলে অপরাজিত ১৫৪ রানের ম্যাচ জয়ী ইনিংস। আর টি-টোয়েন্টিতে বছরে ১৫ ম্যাচে ১৭৮.৪৭ স্ট্রাইক রেটে তিনি করেন ৫৩৯ রান।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন