সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ , ১৭ রমজান ১৪৪৬

খেলা

চ্যাম্পিয়নস ট্রফি জিতলে টাইগাররা পাবে ৩০ কোটি টাকা

ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারী ১৫, ২০২৫, ০৯:৫০:৩৫

240
  • ছবি: ইন্টারনেট

চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে এরইমধ্যে দুবাই পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে গত বুধবার সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছি।’ শেষ পর্যন্ত যদি এ লক্ষ্য পূরণ হয় তাহলে টাইগাররা পাবে প্রায় ৩০ কোটি টাকার বিশাল অঙ্কের প্রাইজমানি।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়নস ট্রফি। খেলবে ৮ দল। খেলা হবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। শুক্রবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০১৭ সালের সবশেষ আসরের তুলনায় এবার প্রাইজমানি বাড়ানো হয়েছে শতকরা ৫৩ ভাগ।

এবারের চ্যাম্পিয়নস ট্রফির চ্যাম্পিয়ন দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার। রানার্সআপদের মিলবে ১১ লাখ ২০ হাজার ডলার। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দলের পকেটে যাবে ৫ লাখ ৬০ হাজার ডলার করে। পঞ্চম ও ষষ্ঠ স্থানে শেষ করা দুই দল পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার করে। আর তলানিতে থাকা দুই দলের জুটবে ১ লাখ ৪০ হাজার ডলার করে।

আট দলের প্রতিটি কেবল অংশগ্রহণের সুবাদে আলাদাভাবে পাবে ১ লাখ ২৫ হাজার ডলার। তাছাড়া, গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচের বিজয়ী দলের মিলবে ৩৪ হাজার ডলার। সব মিলিয়ে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানির পরিমাণ ৬ লাখ ৯০ হাজার ডলার।

গ্রুপ পর্বের বাধা পেরিয়ে সেমিফাইনালে উঠতে হলে অন্তত দুটি ম্যাচ জিততে হবে বাংলাদেশকে। একটি ম্যাচ জিতলেও মিলতে পারে শেষ চারে খেলার টিকিট। তবে অনেক যদি-কিন্তুর সমীকরণের ভেতর দিয়ে যেতে হবে টাইগারদের। গ্রুপ পর্বে দুটি ম্যাচ জেতার পর সেমিতে ও ফাইনালে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে যদি শান্তর লক্ষ্য পূরণ হয়, তাহলে বাংলাদেশ প্রাইজমানি হিসেবে পাবে মোট ২৪ লাখ ৩৩ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৯ কোটি ৩৯ লাখ টাকার বেশি।

এবার বাংলাদেশ অংশ নেবে 'এ' গ্রুপে। তাদের তিন প্রতিপক্ষ দল বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান, ভারত ও নিউ জিল্যান্ড। 'বি' গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। প্রতিটি গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনালে।

বাংলাদেশ যদি এবার কোনো ম্যাচ না জিতেই বিদায় নেন, সেক্ষেত্রেও তারা আর্থিক পুরস্কার হিসেবে পাবে মোট ২ লাখ ৬৫ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৩ কোটি ২০ লাখ টাকার বেশি। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন