সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ , ১৭ রমজান ১৪৪৬

খেলা

বাংলাদেশের গ্রুপ থেকে ভারত-পাকিস্তানকে সেমিতে দেখছেন শাস্ত্রী

ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারী ১৫, ২০২৫, ২১:৪৭:৫০

129
  • ছবি: ইন্টারনেট

দুই মাসেরও বেশি সময় আগে বাংলাদেশ দল খেলেছে সবশেষ ওয়ানডে ম্যাচ। তাই আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতিতে ঘাটতি রয়ে গেছে টাইগারদের। তারপরও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য। তবে লাল-সবুজদের জন্য কাজটা খুব কঠিন। কেননা গ্রুপ পর্বেই তাদের লড়তে হবে শক্তিশালী ভারত-পাকিস্তান ও নিউ জিল্যান্ডের বিপক্ষে। এরইমধ্যে ভারতের সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রী তো মনে করেন বাংলাদেশের জন্য সেমিতে যাওয়াটা অসম্ভব ব্যাপারই। এই গ্রুপ থেকে ভারত ও পাকিস্তানকে সেমিতে দেখছেন তিনি। তবে নিউজিল্যান্ডের সামর্থ্য আছে নিজেদের দিনে যে কাউকে হারানোর বলে মনে করেন তিনি।

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে বাংলাদেশ দল এখন সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে। গতকাল শুক্রবার সকালে সেখানে পৌছেঁছে নাজমুল হোসেন শান্তর দল। আসরে নিজেদের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। 

ভারতের সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রী বলেন, ‘আমি ভারত এবং পাকিস্তানকেই এগিয়ে রাখব। পাকিস্তান ম্যাচগুলো তাদের ঘরের মাটিতেই খেলবে। শুধু একটি ম্যাচ ভারতের বিপক্ষে দুবাইতে খেলবে। ভারতের মান যথেষ্ট ভালো। দলটিতে তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণ রয়েছে। আমি মনে করি ওই গ্রুপ থেকে এই দুই দলেরই যাওয়া উচিত।’

শাস্ত্রী আরও বলেন, ‘নিউ জিল্যান্ডের কথা অবশ্যই বলতে হবে। ওরা এমন একটা দল যারা যে কাউকে আপসেট করতে পারবে। বাংলাদেশ আগে অনেকবারই ভারত-পাকিস্তানকে বিপদে ফেলেছে। এটা কঠিন একটি গ্রুপ। তাই অভিজ্ঞতা বিবেচনায় আমি ভারত-পাকিস্তানকে এগিয়ে রাখব।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন