সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ , ১৭ রমজান ১৪৪৬

খেলা

ওসাসুনার মাঠে ১০ জনের দল নিয়ে পয়েন্ট হারাল রিয়াল

ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারী ১৬, ২০২৫, ১০:০৮:৩০

320
  • ছবি: ইন্টারনেট

লা লিগার ম্যাচে শনিবার ওসাসুনার বিপক্ষে শুরুতে সবকিছুই ঠিকঠাকই ছিল। ১৫তম মিনিটে কিলিয়ান এমবাপের গোলেও এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচের ৩৮তম মিনিটে রেফারির সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে লাল কার্ড দেখেন জুড বেলিংহাম। যে কারণে অতিথিরা পরিণত হয় ১০ জনের দলে। তারপরও প্রথমার্ধে এগিয়ে ছিল তারা। কিন্তু পরিস্থিতি বদলে যায় ম্যাচের দ্বিতীয়ার্ধে। একজন বাড়তি থাকার সুবিধা কাজে লাগিয়ে তাদের বেশ চাপে ফেলে দিল ওসাসুনা। পরে পেয়ে গেল পেনাল্টি। সেটা থেকেই গোল করে দলকে এক পয়েন্ট এনে দেন আন্তে বুদেমির। এরফলে বিপদে পড়েছে রিয়াল। 

লা লিগার ম্যাচে শনিবার ওসাসুনার মাঠে ১-১ ড্র করেছে রিয়াল। চলতি লিগে টানা তিন ম্যাচে জয়শূন্য থাকল কার্লো আনচেলত্তির দল।

শনিবার ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় রিয়াল। এরফলে ১৫তম মিনিটেই এমবাপের নৈপুণ্যে লিড নেয় দলটি। এই গোলে অবদান কম নয় ফেদে ভালভের্দের। মূল চার ডিফেন্ডারের অনুপস্থিতিতে রাইট-ব্যাক হিসেবে খেলা উরুগুয়ে মিডফিল্ডারের দারুণ ক্রসে স্লাইড করে জাল খুঁজে নেন এমবাপে।

রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে ২১তম মিনিটে হলুদ কার্ড দেখেন রেয়াল কোচ আনচেলত্তি। একটু আগে পেনাল্টির জোরাল দাবিতে রেফারি সাড়া না দেওয়ায় ক্ষোভ জানাচ্ছিলেন তিনি। এদিকে সেই রেশ কাটার আগেই রেফারির সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে লাল কার্ড দেখেন জুড বেলিংহাম। মুহূর্তের মধ্যে একজন কমে যাওয়ায় নতুন বাস্তবতায় খেলা শুরু করতে হয় রিয়ালকে। এরপরও প্রথমার্ধে লিডটা ধরে রেখেছিল তারা। বিরতিতে যায় ১–০ গোলে। কিন্তু পরিস্থিতি বদলে যায় ম্যাচের দ্বিতীয়ার্ধে। ১০ জনের দল নিয়ে বলদখল ও আক্রমণে এগিয়ে থাকলেও ওসাসুনাকে আটকে রাখার জন্য সেটা মোটেই যথেষ্ট ছিল না। ৫৬ মিনিটে ওসাসুনা আদায় করে নেয় পেনাল্টি। ভিএআরের সহায়তা নেওয়ার পরও সিদ্ধান্ত বদলাননি রেফারি।

স্পট কিক থেকে লক্ষ্য ভেদ করে স্বাগতিকদের সমতায় ফেরান আন্তে বুদিমির। ম্যাচের বাকি সময় একজন কম নিয়ে রিয়াল চেষ্টা করেছিল ম্যাচে ফেরার, কিন্তু কিছুতেই কিছু হয়নি। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় রিয়ালকে।

এ ড্রয়ের পর এখন শঙ্কায় পড়ল রিয়ালের শীর্ষ স্থান।  ২৪ ম্যাচে দলটির পয়েন্ট ৫১। এক ম্যাচ কম খেলে, অর্থাৎ ২৩ ম্যাচে অ্যাথলেটিকোর পয়েন্ট ৪৯। আর বার্সেলোনার পয়েন্ট ২৩ ম্যাচে ৪৮।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন