মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ , ১ জিলকদ ১৪৪৬

খেলা

স্পেশাল অলিম্পিকে বাংলাদেশের স্বর্ণ জয়

ক্রীড়া ডেস্ক মার্চ ১৫, ২০২৫, ২১:৪৫:৪০

107
  • ছবি: ইন্টারনেট

এবারও শীতকালীন স্পেশাল অলিম্পিক গেমসের ফ্লোরবল ইভেন্টে সোনা জিতেছে বাংলাদেশ নারী দল। ইতালির তুরিনে আজ ফাইনালে বাংলাদেশ ৪-২ গোলে ইউক্রেনকে হারিয়েছে তারা।

বাংলাদেশের হয়ে একটি করে গোল করেন ময়মনসিংহের নান্দাইলের মেয়ে অধিনায়ক স্বর্ণা, মাদারীপুরের মেয়ে ফাতেমা আর পাবনার মেয়ে ফাবিয়া ও তামাল্লিন। এর আগে গতকাল সেমিফাইনালে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে হারায় বাংলাদেশ বাংলাদেশকে হারায়। ফ্লোরবল দলে বাংলাদেশের কোচ বিকেএসপির হকি কোচ জাহিদ হোসেন রাজু।

এই দলের দলনেতা হিসেবে আছেন সাবেক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন শেখ আবুল হাশেম আর উপ দলনেতা আরেক জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠক কামরুন্নাহার ডানা।  

বুদ্ধিপ্রতিবন্ধীদের জন্য আয়োজিত স্পেশাল গেমস সামার ও উইন্টারে হয়। ১০২টি দেশের ৩ হাজারের বেশি খেলোয়াড় এতে অংশ নিয়েছেন এবারের উইন্টার গেমসে। সামার স্পেশাল অলিম্পিকে বাংলাদেশ প্রতি আসরে অসংখ্য পদক জয়লাভ করে।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন