মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ , ১ জিলকদ ১৪৪৬

খেলা

‘এখনই সিদ্ধান্ত না নিলে পাকিস্তানের পতন অনিবার্য’

ক্রীড়া ডেস্ক মার্চ ১৭, ২০২৫, ২১:১৪:০২

122
  • ছবি: ইন্টারনেট

ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফিতে ভরাডুবি হয়েছ পাকিস্তানের। যে কারণে কড়া সমালোচনার মুখে পড়েছে দলটি। এরইমধ্যে অনেকেই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) দায়ী করছেন। এবার পাকিস্তানের সমালোচনা করেছেন দেশটির সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটার ইনজামাম উল হক। তিনি মনে করেন পিসিবি এখনই কঠোর সিদ্ধান্ত না নিলে পাকিস্তানের পতন ঠেকানো যাবে না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইনজি বলেছেন, ‘গত দুই বছর ধরে পাকিস্তানের পারফরম্যান্স নিম্নমুখী। যদি সঠিক সিদ্ধান্ত না নিই তাহলে ধারাবাহিকভাবে পতন হতেই থাকবে।’

গত কয়েক বছর ধরেই ঘন ঘন কোচ ও নির্বাচক পরিবর্তন করেছে পাকিস্তান। যার বিরুপ প্রভাব পড়েছে পাকিস্তান দলে। এমনটাই মনে হয়েছে ইনজামামের, ‘ধারাবাহিকভাবে কোচ, ম্যানেজমেন্ট এবং খেলোয়াড় পরিবর্তন করলেই সমস্যার সমাধান হবে না। আমাদের আলোচনা করতে হবে এবং ভাবতে হবে কোথায় ভুলগুলো হচ্ছে। এভাবে পরিবর্তন করতে থাকলে খেলোয়াড়রা আত্মবিশ্বাস অর্জন করতে পারবে না। পরিস্থিতির কোনো পরিবর্তন আসবে না।’

অধারাবাহিক পারফরম্যান্সের কারণে সমালোচনা হচ্ছে বাবরকে নিয়ে। ইনজামাম তার ওপর ভরসা রাখার পরামর্শ দিয়ে বলেছেন, ‘বাবর আজম সেরা খেলোয়াড়। প্রত্যেকেই বাজে সময়ের মধ্যে দিয়ে যায়। গত কয়েক মাস ধরে সেও পাকিস্তানের হয়ে খুব একটা ছন্দে নেই। খেলোয়াড় এবং ম্যানেজমেন্টের ওপর বিশ্বাস রাখতে হবে। একসঙ্গে কাজ করে ভুলগুলো খুঁজতে হবে।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন