মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ , ১ জিলকদ ১৪৪৬

খেলা

ফের ছন্নছাড়া ব্যাটিং, নিউ জিল্যান্ডের কাছে পাত্তাই পেল না পাকিস্তান

ক্রীড়া ডেস্ক মার্চ ২৬, ২০২৫, ১৭:১৯:৫৩

128
  • ছবি: ক্রিকইনফো

আগেই সিরিজ হেরেছিল পাকিস্তান। তবে শেষ ম্যাচটা জিতে দলটি চেয়েছিল ব্যবধান কমাতে। তবে বুধবার আরও একবার ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দেয় দলটির ব্যাটারা। যে কারণে লড়াই করার মতো পুঁজি পায়নি সফরকারীরা। এ সুযোগে টিম সেইফার্টের তান্ডবে রীতিমতো উড়ে যায় সালমান আলি আগার দল। এরফলে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিউ জিল্যান্ড নিজেদের করে নিল ৪-১ ব্যধানে। 

ওয়েলিংটনের স্কাই ওভালে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে নিউ জিল্যান্ড। ব্যাট হাতে আরেকবার ব্যর্থ পাকিস্তান এবার করে ৯ উইকেটে ১২৮ রান। টিম সেইফার্টের তাণ্ডবে স্কোরটা ঠিক ১০ ওভারেই ৮ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় নিউ জিল্যান্ড। 

রান তাড়ায় শুরু থেকেই ঝড় তোলেন সেইফার্ট। শেষ পর্যন্ত ৬ চার ও ১০ ছক্কায় ৩৮ বলে ৯৭ রান করে অপরাজিত ছিলেন তিনি।  ২৩ বলে ফিফটি ছোঁয়া সেইফার্টের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই সর্বোচ্চ ইনিংস। তারপর নিউ জিল্যান্ডের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান আরেক ওপেনার ফিন অ্যালেনের। ১২ বলে ২৭ রান করা অ্যালেন সাইফার্টের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৯৩ রান যোগ করেন মাত্র ৬.২ ওভারেই।

এরআগে ওয়েলিংটনের স্কাই ওভালে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। প্রথম ভাগে ১০.২ ওভারে ৫২/৫ ছিল দলটির স্কোর। দ্বিতীয় ভাগে ষষ্ঠ উইকেটে অধিনায়ক আগা সালমান ও শাদাব খানের ৫৪ রানের জুটি। এরপর আবার ব্যাটিং বিপর্যয়, শেষ চার ওভারে ৪ উইকেট হারিয়ে দলটি তুলতে পারে ২২ রান। পাকিস্তান অধিনায়ক সালমান ৩৯ বলে করেছেন সর্বোচ্চ ৫১ রান। শাদাব করেন ২০ বলে ২৮। এ ছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন শুধু ওপেনার মোহাম্মদ হারিস (১৭ বলে ১১)। 

নিউ জিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম ২২ রানে নিয়েছেন ৫ উইকেট। কিউই অলরাউন্ডার ৮৩ ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে এই প্রথম কোনো ম্যাচে ৩ উইকেটের বেশি পেলেন।

টি-টোয়েন্টি সিরিজ শেষ। এবার নিউ জিল্যান্ড-পাকিস্তানের চোখ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। যে লড়াই শুরু হবে আগামী ২৯ মার্চ নেপিয়ারে।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ২০ ওভারে ১২৮/৯ (সালমান ৫১, শাদাব ২৮; নিশাম ৫/২২)।

নিউ জিল্যান্ড: ১০ ওভারে ১৩১/২ (সেইফার্ট ৯৭*, অ্যালেন ২৭; সুফিয়ান ২/৬)।

ফল: নিউ জিল্যান্ড ৮ উইকেটে জয়ী।

সিরিজ: ৫-ম্যাচ সিরিজে নিউ জিল্যান্ড ৪-১ ব্যবধানে জয়ী।

ম্যাচসেরা : জিমি নিশাম।

সিরিজসেরা: টিম সেইফার্ট।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন