রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ , ২৪ মুহররম ১৪৪৭

খেলা

প্রথম দিনেই পেসারদের দাপট

ক্রীড়া ডেস্ক জুন ১২, ২০২৫, ০৯:৪২:৪৩

147
  • ছবি: ক্রিকইনফো

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনেই লর্ডসে বুধবার পেসারদের দাপট দেখা গেল। কাগিসো রাবাদার তোপে প্রথম ইনিংসে ২১২ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। এরপর বল হাতে অজিরা পেসাররা পাল্টা জাবাব দিতে শুরু করে। তিন পেস ব্যাটারি মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স মিলে শেষ সেশনে  ৪৩ রানে তুলে নিয়েছেন প্রোটিয়াদের ৪ উইকেট। হাতে ৬ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকা এখনো ১৬৯ রানে পিছিয়ে। 

টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠান বাভুমা। তাকে সঠিক প্রমাণ করতে দলের বোলাররা খুব বেশি সময় নেননি। রাবাদা–ইয়ানসেনের দারুণ বোলিংয়ে প্রথম সেশনেই ৪ উইকেট নেই অস্ট্রেলিয়ার। মধ্যাহ্নবিরতির পর স্টিভেন স্মিথ চেষ্টা করেছিলেন। কিন্তু খণ্ডকালীন স্পিনার এইডেন মার্করাম এসে তাকে সাজঘরে ফেরান। মার্করামের বলে তিনবারের চেষ্টায় ইয়ানসেন ক্যাচ নেওয়ার আগে স্মিথ করেছেন ৬৬ রান।

ইনিংসটি খেলার পথে একাধিক কীর্তি ছুঁয়ে ও ছাড়িয়ে গেছেন স্মিথ। লর্ডসে বিদেশি ক্রিকেটারদের মধ্যে এখন তিনিই সবচেয়ে বেশি রানের মালিক। ইংল্যান্ডের মাটিতে বিদেশি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ফিফটিও এখন তার।

স্মিথের এসব কীর্তি ভুলিয়ে দিয়েছেন রাবাদা। তিনি ১৭তম বার টেস্টে নেন ৫ উইকেট।  টেস্টে এখন তার উইকেট সংখ্যা ৩৩২। ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে দক্ষিণ আফ্রিকার চতুর্থ শীর্ষ উইকেট শিকারি এখন তিনি। ছাড়িয়ে গেছেন কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ডকে (৩৩০)।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বাচ্চ ৭২ রান করের বো ওয়েবস্টার। তার ইনিংসটির সুবাদেই অস্ট্রেলিয়ার সংগ্রহ দুই শর ওপারে পৌঁছায়।

অস্ট্রেলিয়াকে দুইশর আশপাশে অলআউট করার আনন্দ অবশ্য বেশিক্ষণ টেকেনি দক্ষিণ আফ্রিকার। প্রথম ওভারেই মার্করামকে বোল্ড করেন স্টার্ক। রানের খাতা খুলতে পারেননি অভিজ্ঞ ওপেনার। নবম ওভারে স্টার্কের বলে স্লিপে ক্যাচ দেন রায়ান রিকেলটন। ৩ চারে ১৬ রান করেন বাঁহাতি ওপেনার। প্রথম দিনে আর কোনো প্রোটিয়া ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁতে পারেননি।

ক্যারিয়ারে প্রথমবার তিন নম্বরে নেমে কিছুক্ষণ উইকেট আঁকড়ে রাখেন ভিয়ান মুল্ডার। পরে চমৎকার ডেলিভারিতে তাকে বোল্ড করেন কামিন্স। ৬ রান করতে প্রোটিয়া অলরাউন্ডার খেলেন ৪৪ বল। বেশিক্ষণ টিকতে পারেননি ট্রিস্টান স্টাবস। হেইজেলউডের ভেতরে ঢোকা লেংথ ডেলিভারির জবাব দিতে ব্যর্থ হন তিনি। বাকি সময়ে আর উইকেট পড়তে দেননি বাভুমা ও ডেভিড বেডিংহাম।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৫৬.৪ ওভারে ২১২ অলআউট (ওয়েস্টার ৭২, স্মিথ ৬৬, ক্যারি ২৫, লাবুশেন ১৭; রাবাদা ৫/৫১, ইয়ানসেন ৩/৪৯, মার্করাম ১/৫, মহারাজ ১/১৯)।

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ২২ ওভারে ৪৩/৪ (রিকেলটন ১৬, বেডিংহাম ৮*, মুল্ডার ৬, বাভুমা ৩*, স্টাবস ২, মার্করাম ০; স্টার্ক ২/১০, হ্যাজলউড ১/১০, কামিন্স ১/১৪)।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন