রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ , ২৪ মুহররম ১৪৪৭

খেলা

ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে রশিদ ও ওমরজাই

ক্রীড়া ডেস্ক জুন ১২, ২০২৫, ১৩:৪০:৫৫

153
  • ছবি: ইন্টারনেট

গুজরাট টাইটান্সের হয়ে এবারের আইপিএলের মৌসুমটা ভালো কাটেনি রশিদ খানের। নিজেকে ফিরে পেতে এবার ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) এবারের আসরে খেলবেন না এই আফগান অলরাউন্ডার। একই টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আরেক আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই।

আগামী শুক্রবার থেকে মাঠে গড়াবে এমএলসির এবারের আসর। সেখানকার ফ্র্যাঞ্চাইজি এমআই নিউইয়র্কের হয়ে খেলার কথা ছিল রশিদ খান  ও আজমতউল্লাহ ওমরজাইয়ের। কিন্তু আসর শুরুর ঠিক আগে আগে নিজেদের সরিয়ে নিয়েছেন এই দুই আফগান অলরাউন্ডার। ইএসপিএন-ক্রিকইনফো জানিয়েছে, সাময়িকভাবে খেলা থেকে বিরতি নিয়েছেন তারা।

রশিদের না খেলার সিদ্ধান্ত নিউইয়র্কের জন্য বড় ধাক্কা। গত আসরে এই আফগান লেগ স্পিনারই তার দলের সেরা বোলার ছিলেন। যদিও তার দল সাত ম্যাচের মাত্র দুটিতে জিতে চতুর্থ হয়েছিল, কিন্তু বল হাতে সফল ছিলেন রশিদ, মাত্র ৬.১৫ ইকোনমি রেটে রান দিয়ে ১০ উইকেট শিকার করেছিলেন তিনি। 

নিউইয়র্কের জন্য পরিস্থিতি আরও জটিল করে তুলেছেন আজমতউল্লাহ ওমরজাই। তিনিই রশিদের মতো ক্রিকেট থেকে বিরতি নিচ্ছেন, ফলে এবারের আসরে তাকে পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিটি। এই আফগানও গত মে মাসে আইপিএলে শেষবার খেলেছেন। তার দল পাঞ্জাব ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে গিয়েছিল।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন