রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ , ২৪ মুহররম ১৪৪৭

খেলা

কোহলি-রোহিতকে বিদায়ী সংবর্ধনা দেবে অস্ট্রেলিয়া!

ক্রীড়া ডেস্ক জুন ১২, ২০২৫, ১৪:০১:৪৮

598
  • ছবি: ইন্টারনেট

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ভারতের দুই অভিজ্ঞ ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে তাদের বিদায় সংবর্ধনা দিতে এখনও কোন উদ্যেগ গ্রহণ করেনি বোর্ড অন কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াও (বিসিসিআই) । এই প্রেক্ষাপটে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক ব্যতিক্রমী উদ্যোগ নিতে পারে বলে জানা গেছে। ভারতীয় দুই তারকার জন্য একটি আনুষ্ঠানিক বিদায় আয়োজনের পরিকল্পনা করছে তারা। যদিও বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।

চলতি বছরের শেষ দিকে ভারতের অস্ট্রেলিয়া সফরের সময় রোহিত-কোহলির বিদায়ী সংবর্ধনার আয়োজন হতে পারে। সফরটিতে থাকবে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ। ধারণা করা হচ্ছে এই সফরই হতে পারে অস্ট্রেলিয়ার মাটিতে রোহিত ও কোহলির শেষ সিরিজ।

অস্ট্রেলিয়ার ঘরোয়া মৌসুমের সূচির কথা মাথায় রেখে এরকম পরিকল্পনা নেয়া হচ্ছে। সেই মৌসুমের ঠিক পরেই শুরু হবে অ্যাশেজ সিরিজ, ফলে ভারত সিরিজটি হতে পারে মূল আকর্ষণগুলোর একটি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেন, ‘প্রায় দুই দশকে এই প্রথম অস্ট্রেলিয়ার প্রতিটি রাজধানী শহর ও অঞ্চল আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে যাচ্ছে। প্রতিটি শহরের জন্য আলাদা মার্কেটিং পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘ভারত থেকে যেসব মানসম্পন্ন খেলোয়াড় আসছেন, তাদের কথা ভাবলে এটাই হতে পারে শেষ সুযোগ, যখন আমরা বিরাট কোহলি বা রোহিত শর্মাকে আমাদের দেশে খেলতে দেখতে পারি। এটা নিশ্চিত নয়। তবে যদি সত্যি হয়, আমরা অবশ্যই তাদের অসাধারণ আন্তর্জাতিক অবদানের স্বীকৃতি দিয়ে দারুণভাবে বিদায় জানাতে চাই।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন