মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ , ১২ মুহররম ১৪৪৭

খেলা

বাংলাদেশের বিপক্ষে লঙ্কান স্কোয়াডে ৬ নতুন মুখ

ক্রীড়া ডেস্ক জুন ১৫, ২০২৫, ২১:২৮:৩৭

98
  • ছবি: ইন্টারনেট

আগামী মঙ্গলবার থেকে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট লড়াই শুরু হবে শ্রীলঙ্কার। এজন্য রবিবার ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দলে আছেন টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা ৬ খেলোয়াড়।

এবারের বাংলাদেশ সিরিজেও শ্রীলঙ্কা খেলবে ধনাঞ্জয়া ডি সিলভার নেতৃত্বে। সিরিজের প্রথম টেস্ট খেলে অবসরে যাবেন অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস।

 শ্রীলঙ্কার ঘোষিত দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন—লাহিরু উদারা, পাসিন্দা সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পবন রত্নায়েকে, থারিন্দু রত্নায়েকে এবং ইশিতা বিজেসুন্দরা। তবে তারা ঠিকই অভিজ্ঞ ব্যাটিং লাইনআপ ধরে রেখেছে । ইনিংসের সূচনা করবেন পাতুম নিশাঙ্কা। মিডল অর্ডারে অভিজ্ঞ দিনেশ চান্ডিমাল, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস ও ধনাঞ্জয়া ডি সিলভার ওপরই থাকবে দলের ভরসা।

শ্রীলঙ্কা স্কোয়াড

ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাতুম নি শাঙ্কা, ওশাদা ফার্নান্ডো, লাহিরু উদারা, দিনেশ চান্ডিমাল, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, পাসিন্দা সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, ইশিতা বিজেসুন্দরা, পবন রত্নায়েকে, থারিন্দু রত্নায়েকে, আকিলা দনাঞ্জয়া, মিলন রত্নায়েকে, প্রবাত জয়াসুরিয়া, আসিতা ফার্নান্ডো ও কাসুন রাজিতা।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন