মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ , ১২ মুহররম ১৪৪৭

খেলা

এবাদতকে পেয়ে দারুণ খুশি কোচ সিমন্স

ক্রীড়া ডেস্ক জুন ১৫, ২০২৫, ২১:৩৬:৪২

125
  • ছবি: ইন্টারনেট

হাঁটুর চোট থেকে মুক্ত হয়ে লম্বা সময় পর অবশেষে জাতীয় দলে ফিরেছেন পেসার এবাদত হোসেন। আগামী মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে মাঠে দেখা যেতে পারে তাকে। এ পেসারকে তদলে ফিরে পেয়ে খুব ভালো লাগছে কোচ ফিল সিমন্সের। সুযোগ পেলে সে কেমন করে সেটাই দেখতে এখন মুখিয়ে তিনি। 

এর আগে ফর্মে থাকা অবস্থায় জাতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন এবাদত। ২০২৩ সালের জুলাইয়ে ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার সময়ে হাঁটুর চোটে পড়েছিলেন এবাদত। এরপর ইংল্যান্ড থেকে পায়ের অস্ত্রোপচার করে দেশে ফেরেন এবাদত। পরে বছর খানেক থাকতে হয় মাঠের বাইরে। এরপর গেল বছর এনসিএল টি-টোয়েন্টি দিয়ে ফেরেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। সবশেষ বিপিএলেও খেলেন চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশালে, চলতি বছরে খেলেছেন ডিপিএলেও।

সাম্প্রতিক সময়ে এসব ঘরোয়া আসরে পারফর্ম করার কারণেই আবার ডাক পেয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে। প্রধান কোচ ফিল সিমন্স এবাদতকে প্রথমবারের মতো দলে পেয়েছেন। গলে রবিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে এবাদতকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সিমন্স, ‘এবাদতকে দেখে বেশ ভালো মনে হচ্ছে। দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফিরেছে। তাকে দলে ফিরে পেয়ে খুব ভালো লাগছে। সুযোগ পেলে সে কেমন করে দেখতে মুখিয়ে আছি।’

এবাদতের পাশাপাশি আরেক পেসার নাহিদ রানাকে নিয়ে সিমন্স বলেন, ‘আমি চাই সে যেন উন্নতি করতে থাকে, উন্নতির ধারাবাহিকতা অব্যাহত রাখে। সে অনেক তরুণ, আরও অনেক শেখার সুযোগ আছে। দলে এখন শন টেইটও আছে কোচ হিসেবে। নাহিদের জন্য যা উন্নতির দারুণ সুযোগ। তাই এটাই চাওয়া, নাহিদ আরও উন্নতি করুক।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন