মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ , ২০ জুমাদিউল আউয়াল ১৪৪৭

খেলা

মেসির রেকর্ড, পুয়ের্তো রিকোর জালে গোল উৎসব আর্জেন্টিনার

ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৫, ২০২৫, ০৯:৫৭:৫৫

263
  • ছবি: ইন্টারনেট

বিশ্রাম শেষে আর্জেন্টিনার জার্সিতে মাঠে নেমেই বুধবার বাংলাদেশ সময় ভোরে জ্বলে উঠলেন লিওনেল মেসি। করলেন দুটি গোল। সতীর্থদের দিয়ে করালেন আরও দুটি গোল। এরমধ্যে দিয়ে তিনি গড়লেন গোল করানোর রেকর্ড। একপেশে প্রীতি ম্যাচে আর্জেন্টিনা রীতিমতো পুয়ের্তো রিকোর জালে গোল উৎসব করে। 

ফিফা র‌্যাংঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান তৃতীয়, পুয়ের্তো রিকো ১৫৫তম। স্বাভাবিকভাবেই মাঠের ফুটবলেও এর ব্যবধান থাকবেই। যা দেখা গেল বুধবার ভোরে ইন্টার মিয়ামির চেজ স্টেডিয়ামে। আর্জেন্টিনা অনায়াসে জিতেছে ৬-০ গোলে। পুয়ের্তো রিকোকে আর্জেন্টিনা গোল করতে দেয়নি। অথচ নিজেরা পাঁচ গোল করেছে। দলে ফিরে দুটি গোলে লিওনেল মেসির অবদান। দুটি করে গোল করেন লাওতারো মার্তিনেজ ও অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার। একটি করে গোল গঞ্জালো মন্তিয়েল ও পুয়ের্তো রিকোর। মানে ৬৪ মিনিটে পুয়ের্তো রিকোর স্টিভেন এচেভেরিয়া আত্মঘাতী গোল করেন।

বুধবার ভোরে ম্যাচের ২২তম মিনিটে বাতাসে ভাসানো নিখুঁত পাসে গঞ্জালো মন্তিয়েলকে দিয়ে গোল করান মেসি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল বানানোয় শীর্ষে থাকা নেইমারকে ধরে ফেলেন (৫৯) তিনি। তবে ব্রাজিলিয়ানকে মেসি টপকে যান নির্ধারিত সময় শেষ হওয়ার ৬ মিনিট আগে। লাওতারোকে ব্যাক পাস দিয়ে গোল করান। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল বানানোর রেকর্ড (৬০) এখন মেসির। 

একপেশে এই ম্যাচে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ করেন তিনটি সেভ। প্রথমার্ধে পুয়ের্তো রিকো উইফ্রেদো রিভোর দুরপাল্লার একটি শট ঠেকান দারুণভাবে। এর বাইরে প্রায় পুরো সময়টাই নিজেদের অর্ধের ওপাশে বল নিয়ে খেলেছে আর্জেন্টিনা। ১৩ মিনিটে মেসির শট ক্রসবারে লাগলে ফিরতি বলে নিকো গঞ্জালেসের শট ম্যাক-অ্যালিস্টারের পায়ে লেগে গোল হয়। 

এদিকে অভিষিক্ত ফ্লাকো লোপেজের পাস থেকে ৩৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন ম্যাক অ্যালিস্টার। বিরতির পর দুই গোল করে আর্জেন্টিনা। অন্যটি আত্মঘাতী। ৭৯ ও ৮৪ মিনিটে গোল দুটি লাওতারোর। শেষ গোলটি মেসি ও লাওতারোর মধ্যে দারুণ বোঝাপড়ার ফসল। বক্সে দৌড়ের ওপর লাওতারোকে ব্যাক পাস দেন মেসি।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন