মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ , ২০ জুমাদিউল আউয়াল ১৪৪৭

খেলা

অবশেষে দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৫, ২০২৫, ২১:২৬:১৩

267
  • ছবি: ক্রিকইনফো

টানা ১০ ম্যাচ জিতে পাকিস্তানের বিপক্ষে টেস্টে খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা।  অবশেষে তাদের সেই জয়রথ থামিয়ে দিল। লাহোর টেস্টে দক্ষিণ আফ্রিকাকে পাঁচ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন নোমান আলি। দেশের মাটিতে শেষ পাঁচ টেস্টে ৪৬ উইকেট নিয়েছেন নোমান। ইংল্যান্ডের বিপক্ষে ২০টি এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬ উইকেট নিয়েছিলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ১১২ রানে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৭৯ রানে ৪ উইকেট নেন নোমান। শাহিন আফ্রিদি ৩৩ রানে ৪ উইকেট নিয়েছেন।

জয়ের জন্য ২৭৭ রানের লক্ষ্যে খেলতে নেমে মঙ্গলবার ৫১ রানে ২ উইকেট হারায় দলটি। বুধবার হাতে ৮ উইকেট নিয়ে দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। লাহোরের উইকেটে স্পিনারদের খেলতে শুরু থেকেই সমস্যা হচ্ছিল। চতুর্থ দিন সকালে তৃতীয় বলেই প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান টোনি ডি’জর্জিকে (১৬) ফেরান শাহিন। স্পিনের বিপক্ষে খেলতে সমস্যায় পড়েছেন ট্রিস্টান স্টাবস (২)। নোমানকে রিভার্স সুইপ খেলতে গিয়ে সলমন আঘার হাতে সহজ ক্যাচ দেন তিনি।

ডেওয়াল্ড ব্রেভিস এবং রায়ান রিকেলটন মিলে পঞ্চম উইকেটে ৭৩ রানের জুটি গড়েন। তবে দুজনেই লাঞ্চের আগে ফিরে যান। সাদা বলের ক্রিকেটে আগ্রাসী ব্যাটার হিসেবে পরিচিত ব্রেভিস প্রথম বলেই লেগ বিফোর হওয়ার হাত থেকে বেঁচে গিয়েছিলেন। এর পর নোমানকে একটি ছয় এবং দু’টি চার মেরে চাপ থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন।

ফিফটিও পেয়ে যান ব্রেভিস। ফিফটি পূরণ করেন নোমানকে চার মেরে। কিছুক্ষণ পর তার বলেই বোল্ড হয়ে যান ব্রেভিস (৫৪)। আর রিকেলটনকে আউট করেন আরেক স্পিনার সাজিদ খান (৪৫)।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন