মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ , ২০ জুমাদিউল আউয়াল ১৪৪৭

খেলা

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: বাদ নাঈম-নাহিদ, ডাক পেলেন মাহিদুল

ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৬, ২০২৫, ১৬:৪৪:২২

189
  • ছবি: ইন্টারনেট

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে হোয়াইটওয়াশের দুঃখ এখনো ভুলেনি বাংলাদেশ দল। এরমধ্যেই শনিবার থেকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে লড়াইয়ে নামতে হবে মেহেদী হাসান মিরাজের দলের। এজন্য বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে লাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ আফগানিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ নাঈম ও নাহিদ রানা। এ ছাড়া চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দলে না থাকা লিটন দাস নেই এবারও। দলে ফিরেছেন ভিসা জটিলতায় আফগানিস্তানের বিপক্ষে খেলতে সংযুক্ত আরব আমিরাতে যেতে না পারা সৌম্য সরকার। প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান মাহিদুল ইসলাম।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজে নাঈম ও নাহিদ রানা খেলেছিলেন তৃতীয় ওয়ানডেতে। যে ম্যাচে ২৪ বল খেলে ৭ রান করে আউট হন নাঈম। একই ম্যাচে ৮.২ ওভার বল করে ৫৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন নাহিদ। দলে ফেরা সৌম্য এ বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন। নুতন মুখ মাহিদুল একটি টেস্ট খেলেছেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৯৬টি ম্যাচ খেলে ৪ সেঞ্চুরিতে ৪৪.৫৩ গড়ে ৩৪২৯ রান করেছেন মাহিদুল।

আগামী ১৮ অক্টোবর সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। ২১ ও ২৩ অক্টোবর হবে পরের দুই ম্যাচ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সব কটি ম্যাচই শুরু হবে বেলা দেড়টায়। এরপর আগামী ২৭, ২৯ ও ৩১ অক্টোবর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের মুখোমুখি হবে দুই দল। সব ম্যাচগুলো হবে চট্টগ্রামে।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, শামিম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন