শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ , ৫ জুমাদাউস সানি ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

উসাইন বোল্টের সঞ্চিত আমানত ব্যাংক থেকে গায়েব

স্পোর্টস ডেস্ক ২২ জানুয়ারি , ২০২৩, ২০:১০:১৬

847
  • হতাশ উসাইন বোল্ট। ছবি-ইন্টারনেট

বেইজিং থেকে রিও, অলিম্পিকের টানা তিন আসরে দ্রুততম মানব উসাইন বোল্ট ২০০ মিটার স্প্রিন্টে ছিলেন সেরা। এই দুটি ইভেন্ট ছাড়াও ৪*১০০ মিটার স্প্রিন্টেও করেছেন বিশ্বরেকর্ড।

খ্যাতির চূড়ায় থাকা এই জ্যামাইকান অ্যাথলেটিক্স থেকে অর্জিত সঞ্চয় জমা রেখেছিলেন একটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে। সেই অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ছিল শেয়ারবাজারের একটি সংস্থা।বোল্টের অ্যাকাউন্টে জমার পরিমান ছিল ১২ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের মুদ্রায় ১২০ কোটি টাকারও উপরে। 

ভবিষ্যতের সঞ্চয় হিসাবে রাখা প্রায় সব অর্থ গায়েব করে ফেলেছে ব্যাঙ্কটি! গত ১০ জানুয়ারি বোল্টকে সতর্ক করে তাঁর অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকা শেয়ারবাজারের সংস্থাটি। এর পরেই দেখা যায় বোল্টের অ্যাকাউন্ট থেকে হাওয়া ওই অঙ্ক। 

এ তথ্য জানিয়েছেন বিশ্বের সর্বকালের সেরা অ্যাথলিট উসাইন বোল্টের আইনজীবী লিন্টন গর্ডন-‘এমন দুঃসংবাদ পেলে যে কেউ ভেঙে পড়বে। বোল্টের ক্ষেত্রেও এটা সত্যি। তিনি এই অ্যাকাউন্টটিকে ভবিষ্যতের সঞ্চয় হিসাবে রেখেছিলেন।’

বোল্টের অর্থ গায়েব হয়ে যাওয়ার ঘটনায় নড়ে চড়ে বসেছে জ্যামাইকার অর্থমন্ত্রানালয়। তদন্তের নির্দেশ দিয়েছে জামাইকার  অর্থমন্ত্রী নাইজেল ক্লার্ক-‘পুরো বিষয়টা খতিয়ে দেখা হবে। সব সত্যি সামনে আসবে। কী ভাবে অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হল তা দেখা হবে। এই চুরির ফলে কারা লাভবান হল সেটা খুঁজে বের করা হবে।’

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন