বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ , ২৫ শাওয়াল ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

ক্যান্সারে আক্রান্ত বাগদত্তা, চাকরি ছাড়ছেন ক্যালেফাতো

স্পোর্টস রিপোর্টার ২২ জুন , ২০২৩, ২২:০৫:২৪

616
  • ক্যালেফাতো। ছবি-ইন্টারনেট

২০১৯ সালের আগস্টে বাংলাদেশ দলের ফিজিও হিসেবে পেয়েছিলেন জুলিয়ান ক্যালেফাতো চাকরি। এই দায়িত্বে ছিলেন ২০২১ সালের নভেম্বর পর্যন্ত। মেয়াদ শেষে তার চুক্তি নবায়ন করেনি বিসিবি।

১৬ মাস পর এই দক্ষিণ আফ্রিকানকে ফিরিয়ে এনেছে বিসিবি। এ বছরের জানুয়ারিতে তাকে দুই বছরের চুক্তিতে রিহ্যাবিলিটেশন সেন্টারে নিয়োগ দিয়েছে বিসিবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পুনর্বাসন কেন্দ্রের (রিহ্যাব সেন্টার) প্রধান জুলিয়ান ক্যালেফাতোর তত্ত্বাবধানে তাসকিন,সাকিব,তামিমের পূনর্বাসন প্রক্রিয়ায় সন্তুষ্ট হয়েছে বিসিবি। তবে মেয়াদ পূর্ণ হওয়ার দেড় বছর আগে বিসিবির চাকরি ছেড়ে দিয়ে ক্যালেফাতো ফিরে যাচ্ছেন দেশে।  ক্যালেফাতোর বাগদত্তা ক্যান্সারে আক্রান্ত।তার জীবন সংকটাপন্ন। জীবনের এই অন্তিম সময়ে বাগদত্তার পাশে থাকতে চান দক্ষিণ আফ্রিকান ফিজিও। আগামী ৩০ জুন পর্যন্ত আছেন তিনি। এরপর ফিরে যাবেন দক্ষিণ আফ্রিকায়। বিসিবির বিশ্বস্ত এক সূত্র দিয়েছেন এ তথ্য। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন