রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ , ১৬ রমজান ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

কোহলি-রাহুলকে রোহিতের অভিনন্দন

স্পোর্টস ডেস্ক ৯ অক্টোবর , ২০২৩, ০০:১২:৫০

452
  • রোহিত শর্মা। ছবি-ইন্টারনেট

প্রথম ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে চেন্নাইয়ে ৬ উইকেটে জিতে এবারের বিশ্বকাপ শুরু করেছে স্বাগতিক ভারত। অস্ট্রেলিয়াকে ১৯৯ রানে অল আউট করে ৫২ বল হাতে রেখে এই জয়ে উচ্ছ্বসিত ভারত অধিনায়ক রোহিত শর্মা।

ফিল্ডিংয়ের প্রশংসা করেছেন তিনি- ‘শুরুটা একটা ভাল ম্যাচে জয় দিয়ে করলাম। ফিল্ডিংয়ের কথা বিশেষ করে বলতে চাই। মাঠে সব ফিল্ডার কঠোর পরিশ্রম করে রান বাঁচিয়েছে। তার জন্যে অনেক কম স্কোরে অস্ট্রেলিয়াকে আটকাতে পেরেছি আমরা। এই পিচে সেটা কিন্তু কম বড় কথা নয়।’

২০০ রান চেজ করতে নেমে ইনিংসের ৪র্থ বলে স্টার্কের আউট সুইংয়ে স্লিপে ক্যাচ দিয়ে ইশান-কিষাণ বিশ্বকাপে নিজের অভিষেকে পেয়েছেন গোল্ডেন ডাক (১ বলে ০)। বিশ্বকাপ ইতিহাসে ৫ম বোলার হিসেবে উইকেটের হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন অজি পেসার স্টার্ক।

ইনিংসের দ্বিতীয় ওভারে হ্যাজলউডের ৩য় বলে ফ্রন্ট ফুটে ডিফেন্স করতে যেয়ে রোহিত শর্মা এলবিডাব্লুতে ফিরেছেন ডাক পেয়ে (৬ বলে ০)। ওই ওভারের ৬ষ্ঠ বলে শ্রেয়াস আইয়ার কভারে ক্যাচ প্র্যাকটিস করেছেন ডাক পেয়ে!

স্কোরশিটে ২ রান উঠতে স্টার্ক-হ্যাজলউড তোপে তিন টপ অর্ডার হারিয়ে কী দুর্যোগময় পরিস্থিতিতেই না পড়তে হয়েছিল ভারতকে। সেখান থেকে ৪র্থ উইকেট জুটিতে বিরাট কোহলি-লোকেশ রাহুলের ২১৫ বলে ১৬৫ রানে ৫২ বল হাতে রেখে ৬ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে নিজেদের মাঠে বিশ্বকাপ শুরু করেছে ভারত।

সে কারনেই বিরাট কোহলি এবং লোকেশ রাহুলের প্রশংসা করেছেন-‘এভাবে তো কেউই ইনিংস শুরু করতে চায় না। অস্ট্রেলিয়ার বোলারদের কৃতিত্ব প্রাপ্য। ওরা ভাল জায়গায় বল রেখেছে। তবে এটাও বলব, আমরা আলগা শট খেলেছি। আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল তাতে পাওয়ার প্লে-তে যতটা সম্ভব বেশি রান করা উচিত ছিল। সেটা আমরা পারিনি। বিরাট এবং কেএল-কে ধন্যবাদ। ওরা বুদ্ধি কাজে লাগিয়ে রান তাড়া করেছে।’

অস্ট্রেলিয়াকে ১৯৯ রানে অল আউট করার কৃতিত্বটা বোলারদের দিয়েছেন রোহিত-‘পিচকে ভালভাবে কাজে লাগিয়েছে বোলারেরা। শুরুতেই আমরা জানতাম পেসার এবং স্পিনাররা এই পিচ থেকে সহায়তা পাবে। পেসারেরা তো রিভার্স সুইংও পেয়েছে। সব মিলিয়ে, দলগত প্রচেষ্টাই আমাদের জয়ের আসল কারণ।’

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন