বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ , ৯ জুমাদাউস সানি ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

হতাশার মাঝে সুসংবাদ, কণ্যা সন্তানের বাবা হলেন লিটন

স্পোর্টস রিপোর্টার ১৭ নভেম্বর , ২০২৩, ২১:০৪:০৬

310
  • অন্তসত্বা স্ত্রীর সঙ্গে লিটন দাস। ছবি-ফেসবুক

এবারের বিশ্বকাপটা মোটেও ভাল কাটেনি লিটন দাসের।৯ ইনিংসে ২ ফিফটি, ৩১.৫৫ গড়ে ২৮৪ রানে টিম ম্যানেজমেন্টকে সন্তুষ্ট করতে পারেননি এই ওপেনার।  বিশ্বকাপ চলাকালে টিম ম্যানেজমেন্টের কাছ থেকে ছুটি নিয়ে দু'বার ঢাকায় এসেছেন। তা নিয়েও কম সমালোচনা হয়নি।

তবে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তখন কারণটা পারিবারিক বলা হলেও প্রকৃত কারণটা যে স্ত্রী সন্তানসম্ভবা, তা মিডিয়ার মাধ্যমে জেনেছে সবাই। গত ১১ নভেম্বর পুনেতে শেষ ম্যাচ খেলে দলের সঙ্গে ফিরেছেন লিটন ঢাকায়। ফিরেই ৫ দিনের মাথায় পেলেন সুসংবাদ।

২০১৯ সালের ২৮ জুলাই দেবশ্রী বিশ্বাস সূচনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন লিটন। বিয়ের ৪ বছর ৪ মাস পর হলেন বাবা। ১৬ নভেম্বর সূচনার কোল জুড়ে এসেছে কণ্যা সন্তান। এই সুসংবাদটা ইনস্টাগ্রামে নিজেই জানিয়েছেন লিটন দাস- ‘আজ সকাল ৯টা ২৭ মিনিটে আমদের একটি ছোট্ট রাজকন্যা প্রাপ্তির সৌভাগ্য হয়েছে। মা-মেয়ে দুজনেই সুস্থ আছে। আমাদের জন্য আপনারা প্রার্থনা করুন।’

  বুধবার সমাজমাধ্যমে স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে আনুষ্ঠানিক ভাবে বাবা হওয়ার বিষয়টি প্রকাশ্যে আনেন লিটন।  অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে নিজের ছবি প্রকাশ করে ওই পোস্টে সবার আশীর্বাদ চান। তার একদিন পর হয়েছেন কণ্যা সন্তানের বাবা।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন