বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ , ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

শান্তর বিশ্বাস, এবারের দলটা জেতার মতো

ক্রীড়া ডেস্ক ২৭ নভেম্বর , ২০২৩, ১৪:১৭:৫৮

235
  • ছবি: ইন্টারনেট

বিশ্বকাপের তিক্ত অভিজ্ঞতা ভুলে মঙ্গলবার থেকে ভিন্ন ফরম্যাট টেস্ট মিশনে নামছে বাংলাদেশ। যদিও এবার দলে নেই অভিজ্ঞ বেশ কয়েকজন ক্রিকেটার। তারপরও ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মনে হয়েছে এই দলটা জেতার মতো। নিজেদের দিনে যেকোন প্রতিপক্ষকেই হারিয়ে দেবার ক্ষমতা রয়েছে।  

ঘরের মাঠ, চেনা কন্ডিশন। প্রতিপক্ষ নিউ জিল্যান্ডও চেনা। তাই তাদের বিপক্ষে জেতার জন্যই মঙ্গলবার থেকে সিলেটে নামবে টিম বাংলাদেশ। তার আগে সোমবার সংবাদ সম্মেলনে শান্তর কন্ঠে জয়ের প্রত্যয় শোনা গেল, ‘নিউ জিল্যান্ড খুবই ভালো দল। টেস্টে অনেক চ্যালেঞ্জিং ও শক্তিশালী। যেহেতু দেশের মাটিতে খেলা, স্পিন-শক্তি বা ব্যাটিং চিন্তা করলে আমরা অবশ্যই ভালো দল। পরিকল্পনা কাজে লাগালে এই দলকে হারানো সম্ভব।’

বোলিং শক্তির কথা বলতে গিয়ে নাজমুল বলেন— ‘আমাদের যে বোলিং আক্রমণ আছে, আমরা দেশে জেতার মতো দল। আস্তে আস্তে সেই অভ্যাসও তৈরি করা দরকার। যেকোনো দলের বিপক্ষে হোমে ম্যাচ জেতা আমাদের কাছে প্রাধান্য পাচ্ছে। এরপর দেশের বাইরে কীভাবে অন্য দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, সেটা।’

এই সিরিজ দিয়ে বাংলাদেশ দল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে প্রবেশ করতে যাচ্ছে। নতুন চক্রে বাংলাদেশ দলের লক্ষ্যটা অবশ্য নতুন নয়। ঘরের মাঠের খেলাগুলো থেকে পয়েন্ট আদায় করা ও বিদেশের মাটিতে প্রতিদ্বন্দ্বিতা তৈরি করা। নাজমুল বললেন, ‘আমরা প্রায় ১৪টি ম্যাচ খেলব। এ বছর ২টি, পরের বছর ১২টি। এ দুই বছর খুবই গুরুত্বপূর্ণ। যে ম্যাচগুলো দেশের মাটিতে হবে, এগুলো জেতা খুব জরুরি। দল হিসেবে এটাই প্রথম লক্ষ্য। সঙ্গে বাইরে কীভাবে ভালো খেলতে পারি সেটা লক্ষ্য।’

গত পাঁচ বছর সিলেটে কোনো টেস্ট না খেলায় উইকেট কেমন আচরণ করবে, তা নিয়ে পরিষ্কার ধারণা নেই বাংলাদেশের। তবে এ মাঠে জাতীয় ক্রিকেট লিগ ও বাংলাদেশ ক্রিকেট লিগের ম্যাচ হয় নিয়মিত। তাই প্রথম টেস্টের খেলাটা কেমন হতে পারে, সেই ধারণা নিতে হচ্ছে জাতীয় লিগ ও বিসিএলের ম্যাচ থেকে। নাজমুলও একই পরিকল্পনার কথা বললেন, ‘এখানে টেস্ট খুব কম হয়েছে। প্রথম শ্রেণির ম্যাচ যা হয়েছে, ধারণা বলতে এতটুকুই। উইকেট নিয়ে খুব লম্বা আলোচনা হয়েছে তা নয়। উইকেট কী রকম বোঝার চেষ্টা করেছি। হোম অ্যাডভান্টেজ এই কথা বলতে চাই না। প্রতিটি দলই যখন হোমে খেলে, এমনিতেই কিছু সুবিধা পেয়ে থাকে। আমরা সেটা নেওয়ার চেষ্টা করব। কাল ম্যাচ শুরু হলে আরও স্পষ্ট বোঝা যাবে, উইকেট কেমন আচরণ করছে। তবে কিছুটা হলেও ধারণা হয়েছে। কী ধরনের উইকেট হবে এটা বলা তো ঠিক হবে না।’

প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়মিতদের নিয়েই গড়া বাংলাদেশ টেস্ট দল। বিশ্বকাপে ব্যর্থতা তাঁদের ছুঁয়ে যাবে না, বলে মনে করেন নাজমুল, ‘টপ অর্ডারে জাকির, জয়, সাদমান, সৌরভ ভাই (মুমিনুল হক) আছেন, সঙ্গে আমি আছি, (জাতীয় লিগে) একটা ম্যাচ খেলেছি। তারা তো এনসিএলে খেলেছেন, বিশ্বকাপে ছিলেন না। আমার মনে হয় তাদের খুব ভালো প্রস্তুতি হয়েছে, সবাই মোটামুটি রানের মধ্যে ছিল। আমাদের অবশ্যই খারাপ সময় গেছে, তবে সেটা ওয়ানডে ফরম্যাট ছিল এখন টেস্ট। সর্বশেষ টেস্টে আফগানিস্তানের বিপক্ষে ভালো অবস্থানে ছিলাম। ওই আত্মবিশ্বাস নিয়েই এই ম্যাচ খেলব।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন