বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ , ৯ জুমাদাউস সানি ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নামছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক ৯ অক্টোবর , ২০২৪, ১১:৫৮:৩৩

130
  • ছবি: বিসিবি

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরে এরই মধ্যে পেছনে পড়েছে বাংলাদেশ দল। তবে আজই ঘুরে দাঁড়াতে মরিয়া। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতকে হারিয়ে সমতায় ফিরতে চাইছে নামজুল হোসেন শান্তর দল। 

দিল্লি'তে সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে গড়াবে বাংলাদেশ-ভারতের মধ্যেকার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। আগের ম্যাচ জিতে বেশ ফুরফরা মেজাজে রয়েছে ভারত। আজ তারা চাইছে এক ম্যাচ আগেই সিরিজ জয় নিশ্চিত করতে। 

চলতি ভারত সফর মোটেও ভাল কাটছে না বাংলাদেশ। দুই ম্যাচেই টেস্ট সিরিজে বাজে পারফরম্যান্স করে দলটি হোয়াইটওয়াশের লজ্জায় পড়ে। সেই ক্ষত শুকানোর আগেই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাজে ব্যাটিং উপহার দিয়ে হারে বড় ব্যবধানে। তবে আজ সবকিছু পেছনে ফেলে নতুন কিছু করতে চাই বাংলাদেশ। 

২০১৯ সালে দিল্লির এই মাঠেই ভারতকে টি-টোয়েন্টি ম্যাচে হারিয়েছিল বাংলাদেশ। অতীতের সুখস্মৃতি থাকলেও আজ সিরিজ বাঁচানোর ম্যাচের আগে তাই স্বস্তিতে নেই বাংলাদেশ। মঙ্গলবার সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘বোলিং ইউনিট হিসেবে আমি একটা কথাই বলব, আমাদের যে বোলিং ইউনিট আছে—পেস এবং স্পিন—তারা গত কয়েক বছর ধরে খুবই দারুণ করে যাচ্ছে। আমার মনে হয় আমরা গত ম্যাচে খুব বাজে ভাবে হেরেছি, ব্যাটিংটা খুব ভালো হয়নি, বোলিংটাও হয়নি। তবে আমাদের সেটা নিয়ে এখন ভেবে লাভ নেই। আমাদের সামনে তাকাতে হবে।’

সিরিজে টিকে থাকতে হলে বাংলাদেশের আজ জিততেই হবে। এজন্য নিজেদের সেরাটাই দিতে টিম টাইগার্সের। আপাতত সে লক্ষ্যেই সন্ধ্যায় ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। 

নিউজজি/সিআর/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন