মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ , ২১ রজব ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

এনসিএল টি-টোয়েন্টির খেলা দেখা যাবে ৫০ টাকায়

ক্রীড়া ডেস্ক ৯ ডিসেম্বর , ২০২৪, ২১:১৭:২৬

205
  • ছবি: ইন্টারনেট

বেশ আগে থেকেই দর্শকদের চাওয়া ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বাইরে আরেকটি ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট। অবশেষে তাদের সেই চাওয়া এবার পূরণ হচ্ছে। ১১ ডিসেম্বর থেকে শুরু হবে এনসিএল টি-টোয়েন্টি। টুর্নামেন্ট শুরুর আগে নানারকম আয়োজনে সবার নজর কেড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের খেলা দেখা যাবে বাংলাদেশের একমাত্র স্পোর্টস টেলিভিশন টি- স্পোর্টসে। এ ছাড়া ভারতের জনপ্রিয় অ্যাপ ফ্যানকোডেও খেলা দেখতে পারবেন বাংলাদেশের বাইরের দর্শকরা। 
 
জাতীয় লিগ টি-টোয়েন্টির খেলা দেখতে টিকিট ক্রয় করতে হবে সমর্থকদের। তিনটি ক্যাটাগরিতে টিকিট বিক্রি করছে বিসিবি। যেখানে গ্র্যান্ডস্ট্যান্ডে বসে খেলা দেখতে ৩০০ টাকা খরচ করতে হবে ক্রিকেটপ্রেমীদের। ১০০ টাকায় ক্লাব হাউজে এবং মাত্র ৫০ টাকায় গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবেন তারা। 
 
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেইন গেটের টিকিট বুথে পাওয়া যাবে ম্যাচের টিকিট। জাতীয় লিগের ৮ দলকে নিয়ে আগামী ১১ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি টুর্নামেন্টটির। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের দুই মাঠে খেলা চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। ২০ ওভারের টুর্নামেন্টে অংশ নেবে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ, রংপুর বিভাগ, সিলেট বিভাগ ও ঢাকা মেট্রো। 
 
নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন