মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ , ২১ রজব ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

লিটন দাস অধিনায়ক, নতুন মুখ রিপন মন্ডল

ক্রীড়া ডেস্ক ১০ ডিসেম্বর , ২০২৪, ২০:৫২:০০

180
  • ছবি: ইন্টারনেট

নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোটে ভুগছেন। টেস্ট ও ওয়ানডের মতো তিনি খেলতে পারবেন না ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি। তাই তার জায়গা আসন্ন ২০ ওভারের ক্রিকেটের সিরিজের অধিনায়কের দায়িত্ব পড়েছে লিটন দাসের কাঁধে। এদিকে এ সিরিজে বাংলাদেশ দলে নতুন মুখ হিসেবে জায়গা হয়েছে পেসার রিপন মন্ডলের। 

মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটে পড়া শামীম পাটোয়ারি ফিরেছেন দলে। তবে তাওহীদ হৃদয় ফিরতে পারেননি। ছুটি নেওয়া মোস্তাফিজুর রহমানও নেই দলে। পারভেজ ইমন ও আফিফ হোসেনকে তাই টি-টোয়েন্টি দলের সঙ্গে রেখে দেওয়া হয়েছে।

আগামী ১৬ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ দল। এরপর ১৮ ও ২০ ডিসেম্বর মাঠে গড়াবে পরের দুই টি-টোয়েন্টি।   

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড়: 

লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ তামিম, পারভেজ ইমন, আফিফ হোসেন, মেহেদী মিরাজ, জাকের আলী, শামীম পাটোয়ারি, শেখ মাহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, হাসান মাহমুদ, রিপন মন্ডল। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন