রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ , ১৭ শাবান ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভসূচনা বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক ১৮ জানুয়ারি , ২০২৫, ২০:৫৭:৫২

123
  • ছবি: ইন্টারনেট

প্রতিপক্ষ যখন নেপাল তখন স্পষ্ট ফেবারিট বাংলাদেশই। অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠের ক্রিকেটেও সেটাই শনিবার দেখিয়েছে অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।  নেপালকে ৫২ রানে অলআউট করে দিয়ে সেই রান তাড়া করেছে ৫ উইকেট আর ৪০ বল হাতে রেখে।

মালয়েশিয়ার বাঙ্গিতে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই বোলাররা উইকেট তুলে নিতে শুরু করলে নেপাল ৩০ রানেই হারায় ৫ উইকেট। শেষ পর্যন্ত ৫২ রানে আটকে যায় নেপাল। 

বাংলাদেশের হয়ে ২টি উইকেট নেন জান্নাতুল মাওয়া। ১টি করে নিশিতা আক্তার, ফাহমিদা ছোঁয়া ও মোসাম্মত আনিসা।

জবাব দিতে নেমে শুরুতে একটু ধাক্কা লাগে বাংলাদেশ ইনিংসে।  ১১ রানেই যায় ৩ উইকেট হারায় দলটি। তবে সাদিয়া ইসলামের ১৬ ও অধিনায়ক সুমাইয়া আক্তারের ১২ রানে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। যদিও দুজনের কেউই ম্যাচ শেষ করতে পারেননি। তবে শেষ পর্যন্ত জুনিয়র টাইগ্রেসরা সহজ জয়ই পায়। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন