শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ , ২০ শাওয়াল ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

ফাহিম তোপে সহজেই প্লে অফে বরিশাল

ক্রীড়া ডেস্ক ২৬ জানুয়ারি , ২০২৫, ১৮:৩৫:২১

174
  • ছবি: ইন্টারনেট

প্লে-অফ নিশ্চিত করতে ফরচুন বরিশালের একটা জয়ই প্রয়োজন ছিল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রবিবার তারা সেটা করতে পেরেছে ফাহিম আশরাফের বোলিং তোপে। পাকিস্তানের এ অলরাউন্ডার সিলেট সিক্সার্সের বিপক্ষে মাত্র ৭ রান খরচায় নেন ৫ উইকেট। 

রবিবার সিলেটকে ১১৬ রানে অলআউট করে বরিশাল।  স্কোরটা ৪ ওভার ও ৮ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় তামিম ইকবালের বরিশাল।

রান তাড়ায় শুরু থেকেই রবিবার দারুণ খেলেন তামিম ইকবাল। ম্যাচটা শেষ করেই ফেরেন তিনি। তার আগে  এ ব্যাটার এবারের বিপিএলের তৃতীয় হাফসেঞ্চুরির দেখা পেয়ে যান। তামিম অপরাজিত থাকেন ৫২ বলে। ৫১ বলের ইনিংসে এই বাঁহাতি মেরেছেন ৬টি চার।

৮১ রানে অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে তামিমের সঙ্গী মুশফিকুর রহিম ৩০ বলে করেছেন ৪২ রান। ৪টি চার ও ১টি ছক্কা মেরেছেন মুশফিক। দলটির ওপেনার তাওহিদ হৃদয় ৭ বলে ৬ ও ইংলিশ ব্যাটসম্যান ডেভিড ম্যালান ৮ বলে ৯ রান করে বিদায় নেওয়ার পর জুটি বাঁধেন তামিম ও মুশফিক।

এর আগে পাকিস্তানি মিডিয়াম পেসার ফাহিম আশরাফের তোপে কাছেই মূলত আত্মসমর্পণ করে সিলেটের ব্যাটসম্যানরা। ৩.১ ওভার বল করে মাত্র ৭ রানে ৫ উইকেট পেয়েছেন ফাহিম।

সিলেটের হয়ে ২৯ বলে সর্বোচ্চ ২৮ রান করেন  এহসান ভাট্টি। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান (১৯ বল) জাকের আলীর। সিলেট ৪৬ রানে ৫ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে ৩২ রান যোগ করেন ভাট্টি ও জাকের। সিলেটের হয়ে এ ছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেন অধিনায়ক আরিফুল হক (১৩ বলে ১২ রান) ও তানজিম হাসান (৮ বলে ১৩)।

প্লে-অফ নিশ্চিত করা বরিশালের পয়েন্ট ১৪। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে রংপুর রাইডার্সই শুধু বরিশালের ওপরে আছে। অন্যদিকে ১০ম ম্যাচে অষ্টম হারের স্বাদ পাওয়া সিলেটে পড়ে আছে তলানিতে।

সংক্ষিপ্ত স্কোর

সিলেট সিক্সার্স: ১৮.১ ওভারে ১১৬ (ভাট্টি ২৮, জাকের ২৪; ফাহিম ৫/৭, ফুলার ২/২৩, নবী ২/২৬)।

ফরচুন বরিশাল: ১৬ ওভারে ১২০/২ (তামিম ৫২*, মুশফিক ৪২*; সুমন ১/১৭)।

ফল: বরিশাল ৮ উইকেটে জয়ী। 

ম্যাচসেরা: ফাহিম আশরাফ।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন