বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ , ২৫ শাওয়াল ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

সেই স্পিন ফাঁদেই সর্বনাশ পাকিস্তানের

ক্রীড়া ডেস্ক ২৭ জানুয়ারি , ২০২৫, ১৬:২৭:০৪

181
  • ছবি: ক্রিকইনফো

ওয়েস্ট ইন্ডিজকে ঘায়েল করতে মুলতানে প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও পাকিস্তান পেতেছিল স্পিন ফাঁদ। তবে এবার আর কাজ হয়নি। নিজেদের পরিকল্পনাতেই নিজেদের সর্বনাশ হয়েছে দলটির। সোমবার জোমেল ওয়ারিক্যান ও অন্য দুই স্পিনারের দুর্দান্ত পারফরম্যান্সে স্মরণীয় এক জয় পেয়েছে উইন্ডিজ। এরফলে ৩৪ বছরের বেশি সময় পর পাকিস্তানে টেস্ট জয়ের স্বাদ পেল ওয়েস্ট ইন্ডিজ। 

তৃতীয় দিনে সোমবার খেলা শেষ করতে এক সেশনও লাগেনি ওয়েস্ট ইন্ডিজের। মুলতান টেস্টে ১২০ রানে জিতে দুই ম্যাচের সিরিজ ড্র করল ক্যারিবিয়ানরা। দলটির সবচেয়ে সফল বোলারের নাম জোমেল ওয়ারিক্যান। এবার দ্বিতীয় ইনিংসে ৫টি ও ম্যাচে ৯ উইকেট নিয়ে এই বাঁহাতি স্পিনারই নায়ক।

ওয়ারিক্যানের ৫ উইকেটের সঙ্গে ৩ উইকেট নিয়েছেন অফ স্পিনার কেভিন সিনক্লেয়ার, ২টি বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটি। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ইতিহাসে পঞ্চমবার প্রতিপক্ষের ১০ উইকেট ধরা দিল শুধুই স্পিন বোলিংয়ে।

৪ উইকেটে ৭৬ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান টালমাটাল হয়ে পড়ে দিনের প্রথম ওভারেই। তৃতীয় বলেই সিনক্লেয়ার ফেরান সাউদ সাকিলকে। নাইটওয়াচম্যান কাশিফ আলিকে পরের ওভারে বিদায় করেন ওয়ারিক্যান। এরপর কিছুটা লড়াই করেন 

মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগা। তবে সালমানকে ১৫ রানে ফিরিয়ে এই জুটি ৩৯ রানে থামান ওয়ারিক্যান। এরপর আর ম্যাচ শেষ হতে সময় লাগেনি খুব একটা। দারুণ এক আর্ম বলে রিজওয়ানকে (২৫) বোল্ড করেন ওয়ারিক্যান। পরে সাজিদ খানকে বোল্ড করে ৫ উইকেট পূরণ করার পাশাপামি ম্যাচও শেষ করে দেন তিনি।

সিরিজে ১৯ উইকেট আর মূল্যবান ৮৫ রান করে সিরিজ সেরার পুরস্কারও নিজের করে নিয়েছেন ওয়ারিক্যান। 

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১৬৩

পাকিস্তান ১ম ইনিংস: ১৫৪

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ২৪৪

পাকিস্তান ২য় ইনিংস: ৪৪ ওভারে ১৩৩ (আগের দিন ৭৬/৪) (সাকিল ১৩, কাশিফ ১, রিজওয়ান ২৫, সালমান ১৫, সাজিদ ৭, নোমান ৬, আবরার ০*; মোটি ১১-৩-৩৫-২, সিনক্লেয়ার ১৭-১-৬১-৩, ওয়ারিক্যান ১৬-৬-২৭-৫)।

ফল: ওয়েস্ট ইন্ডিজ ১২০ রানে জয়ী।

সিরিজ: দুই ম্যাচ সিরিজ ১-১ ড্র।

ম্যাচ ও সিরিজ সেরা: জোমেল ওয়ারিক্যান।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন