বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ , ২৫ শাওয়াল ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহকে পাবে তো ভারত?

ক্রীড়া ডেস্ক ২৭ জানুয়ারি , ২০২৫, ১৬:৩৯:৩৮

174
  • ছবি: ইন্টারনেট

অস্ট্রেলিয়া সফরে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে বল হাতে দাপট দেখিয়েছিলেন জাসপ্রিত বুমরাহ। তবে সিডনি টেস্টের শেষ দিনে বলই করতে পারেননি তিনি। এবার দলের সেরা বোলারের ওপর অধিক নির্ভরতার হয়ত চরম মূল্য দিতে যাচ্ছে ভারত।

সিডনি টেস্টে পিঠের ইনজুরিতে পড়ার পর এখনও ফিট হয়ে উঠতে না পারলেও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে ৩১ বছর বয়সী বুমরাহকে। কিন্তু টাইমস অব ইন্ডিয়ার সবশেষ প্রতিবেদন অনুযায়ী, ৮ দলের এই টুর্নামেন্টে বুমরাহর অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

বুমরাহর পিঠের চোট পর্যবেক্ষণ করছেন নিউ জিল্যান্ডের অর্থপেডিক সার্জন রোয়ান শুটেন।  চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহর খেলা না খেলা এই বিশেষজ্ঞের চূড়ান্ত প্রতিবেদনের ওপরই নির্ভর করছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিসিসিআই এরই মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিশ্বের নম্বর ওয়ান টেস্ট বোলারের বিকল্প খোঁজা শুরু করেছে কারণ এই টুর্নামেন্টের আগে বুমুরাহর সময়মতো ফিট হয়ে ওঠার সম্ভাবনা খুবই কম।

স্কোয়াড ঘোষণার সময় সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক অজিত আগারকার জানিয়েছিলেন, ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে বুমরাহকে খেলানো যেতে পারে, যা আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। কিন্তু বাস্তবে এমন সম্ভাবনা নেই বললেই চলে।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন