বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ , ২৫ শাওয়াল ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

আইসিসির বর্ষসেরা বুমরাহ

ক্রীড়া ডেস্ক ২৮ জানুয়ারি , ২০২৫, ১৯:৩৯:৫৩

147
  • ছবি: ইন্টারনেট

গত বছরটা বল হাতে দুর্দান্ত কেটেছে জাসপ্রিত বুমরাহর। এবার তারই স্বীকৃতি পেলেন এ পেসার। প্রথমবারের মতো আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের এ ক্রিকেটার। জিতে নিলেন মর্যাদার ‘স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি।’ এজন্য তিনি পেছনে ফেলেছেন ট্র্যাভিস হেড, জো রুট ও হ্যারি ব্রুককে। 

একদিন আগেই ভারতের প্রথম পেসার হিসেবে টেস্টে বর্ষসেরা ক্রিকেটারও হয়েছিলেন বুমরাহ। এবার তার মুকুটে নতুন পালক। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়েছিলেন বুমরাহ। 

ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে বর্ষসেরা ক্রিকেটার হলেন বুমরাহ। এর আগে রাহুল দ্রাবিড় (২০০৪), শচীন টেন্ডুলকার (২০১০), রবিচন্দ্রন অশ্বিন (২০১৬), বিরাট কোহলি (২০১৭, ২০১৮) আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন। 

গত বছর লাল বলের ক্রিকেটে আগুনে ফর্মে ছিলেন বুমরাহ। বছরের শেষ দিকে বোর্ডার গাভাস্কার ট্রফিতে ৫ টেস্টের সিরিজে ৩২টি উইকেট তুলেছিলেন তিনি। বলা যায়, ভারতকে একপ্রকার একা টেনেছেন বুমরাহ। বছরজুড়ে ১৩ টেস্টে তার উইকেট সংখ্যা ৭১। টেস্ট ক্রিকেটে উইকেট নেওয়ার ক্ষেত্রে বিশ্বের কোনো বোলার বুমরাহর ধারে কাছেও নেই। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন ১১ টেস্টে ৫২টি উইকেট নিয়েছিলেন।

আর শুধু টেস্ট কেন, টি-টোয়েন্টিতেও বুমরাহ ছিলেন অপ্রতিরোধ্য। ২০২৪ সালে ৮টি টি-টোয়েন্টি খেলে ১৫টি উইকেট শিকার করেছেন। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন