বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ , ২৫ শাওয়াল ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

আরেকটি হার রংপুরের, প্লে-অফের পথে চিটাগং

ক্রীড়া ডেস্ক ২৯ জানুয়ারি , ২০২৫, ১৯:৩৩:১২

173
  • ছবি: ইন্টারনেট

দাপুটের সঙ্গে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুটা হলেও হঠাৎ করেই যেন খেঁই হারিয়ে ফেলেছে রংপুর রাইডার্স। সেই ধারাবাহিকতায় দলটি এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। তাই বুধবার চিটাগং কিংসের বিপক্ষেও হার দেখল তারা। আগে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে লড়াই করার মতো পুঁজি তুলতে পারেনি নুরুল হাসান সোহানের দল। যে কারণে ৫ উইকেটে হারতে হয়েছে উত্তরবঙ্গের দলটির। অন্যদিকে এই জয়ে প্লে-অফের পথ অনেকটাই পরিস্কার হয়ে গেল চিটাগংয়ের।  

বুধবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে রংপুর। জবাবে খেলতে নেমে ১৭ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় চিটাগাং।

জবাব দিতে নেমে বুধবার শুরুটা ভাল হয়নি চিটাগংয়ের। ১৩ রানের মাথায় দলটি হারায় লাহিরু মিলান্থাকে। তিনে নেমে সুবিধা করতে পারেননি গ্রাহাম ক্লার্ক। ১২ বলে তার ব্যাট থেকে এসেছে ১৫ রান। ক্লার্কের পথেই হেটেছেন মোহাম্মদ মিঠুনও। তবে বিপদের সময় দলের হাল ধরেন পারভেজ হোসেন ইমন ও হায়দার আলি। দুজনে মিলে চতুর্থ উইকেট জুটিতে তোলেন ৪৩ রান। ৪১ রান এসেছে পারভেজের ব্যাট থেকে। আর হায়দার অপরাজিত থেকেছেন ১৮ বলে ৪৮ রান করে। তার ঝোড়ো ইনিংসে ভর করেই ১৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে কিংসরা।

এর আগে ব্যাট করতে শুরু থেকেই ভুগতে থাকে রংপুর। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় কোনো জুটি গড়তে পারেনি তারা। ৭ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি স্টেভেন টেইলর। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরেছেন এই ওপেনার। আরেক ওপেনার সৌম্য ২৩ রান করেছেন।

তিনে নেমে ব্যর্থ ইনফর্ম সাইফ হাসান। তার ব্যাট থেকে এসেছে ৮ রান। ইফতিখার আহমেদ এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করলেও তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউই। ৪৭ বলে অপরাজিত ৬৫ রানের ইনিংস খেলেছেন এই পাকিস্তানি ব্যাটার।

১০ ম্যাচ খেলে ৪ হারের বিপরীতে ৬ জয় চিটাগাংয়ের। ১২ পয়েন্ট নিয়ে তারা টেবিলের তিনে অবস্থান করছে। তাদের সমান পয়েন্ট নিয়ে চারে আছে রাজশাহী। তবে রাজশাহীর আর কোনো ম্যাচ বাকি নেই। পাঁচে থাকা খুলনা বাকি দুই ম্যাচ জিতলে তবেই ১২ পয়েন্ট হবে তাদের। তখন নেট রানরেটে সেরা চার নির্ধারিত হবে। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন