বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ , ২৫ শাওয়াল ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

নাঈমের সেঞ্চুরিতে রংপুরকে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল খুলনা

ক্রীড়া ডেস্ক ৩০ জানুয়ারি , ২০২৫, ১৯:১৯:২০

222
  • ছবি: ক্রিকইনফো

টানা ৮ ম্যাচ জিতে রীতিমতো উড়ছিল রংপুর রাইডার্স। তবে এরপরেই হঠাৎ করেই যেন ছন্দপতন হয়েছে দলটির। একটানা চার ম্যাচ হারল দলটি। সর্বশেষ হারটি তারা হেরেছে বৃহস্পতিবার খুলনা টাইগার্সের বিপক্ষে। এদিন ব্যাট হাতে দাপট দেখান খুলনার ওপেনার নাঈম শেখ। তিনি এক পর্যায়ে দেখা পান সেঞ্চুরির। এরফলে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বোচ্চ (৪৪৪) রানের মালিকও বনে গেছেন এ বাঁমহাতি। 

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শিরোপা প্রত্যাশী রংপুর রাইডার্সকে ৪৬ রানে হারিয়ে খুলনা টাইগার্স। এবারের বিপিএলের অষ্টম সেঞ্চুরিটি নাঈম তিনি মাত্র ৫৫ বলে, শেষ পর্যন্ত ১১১ রানে অপরাজিত ৬২ বলে। ছক্কা আটটি ও চার সাতটি।

বৃহস্পতিবার আগে ব্যাট করতে খুলনা ৬০ রানে ২ উইকেট হারিয়ে বসে। তবে দলকে বিপদে পড়তে দেননি নাঈম শেখ। তৃতীয় উইকেট জুটিতে উইলিয়াম বোসিস্টের (২১ বলে ৩৬) সঙ্গে ৫১ বলে ৮৮ রানের জুটি গড়েন তিনি। এরপর চতুর্থ উইকেটে মাহিদুল ইসলামের (১৫ বলে ২৯) সঙ্গে ২৩ বলে ৭০ রানের জুটিতে খুলনাকে ২২০ রানের সংগ্রহ এনে দেন মূলত নাঈমই।

জবাব দিতে নেমে শুরুতেই তৌফিক খানকে হারায় রংপুর। দ্বিতীয় ওভারে নাসুম আহমেদের বলে এলবিডব্লিউ হন তিনি। নাসুমের পরের ওভারে চারের পর দুটি ছক্কা মেরে রানের চাকায় দম দেন সৌম্য। কিন্তু পঞ্চম ওভারে মোহাম্মদ নাওয়াজের সরাসরি থ্রোয়ে সাইফ হাসান রান আউট হলে আরও বাড়ে রংপুরের বিপদ। চার নম্বরে নেমে রানের গতি বাড়ানোর চেষ্টা করেন ইফতিখার আহমেদ। তবে তেমন সফল হননি। অন্য প্রান্তে সৌম্যই সচল রাখেন রানের চাকা।  পরের ওভারে ডিপ স্কয়ার লেগে নাঈমের চমৎকার ক্যাচে ড্রেসিং রুমে ফেরেন ইফতিখার। 

পরে ক্রিজে গিয়ে আবু হায়দারের বলে দুটি চার ও একটি ছক্কা মারেন মেহেদি। নাওয়াজের স্পিনও ছক্কায় ওড়ান তিনি। কিন্তু টিকতে পারেননি। পরের বলেই মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১৪ বলে ২৭ রান করা মেহেদি। অধিনায়ক নুরুল হাসান সোহানও ব্যর্থ হন। এক প্রান্তে দাঁড়িয়ে স্বীকৃত ব্যাটসম্যানদের একের পর এক বিদায় দেখা সৌম্য একাই লড়াই করেন। তবে কাজের কাজ কিছুই হয়নি। ঠিকই হার দেখতে হয়েছে রংপুরের।  সৌম্য সরকারের ৪৮ বলে ৭৪ রান করেন। 

সংক্ষিপ্ত স্কোর:

খুলনা টাইগার্স: ২০ ওভারে ২২০/৪ (মিরাজ ২১, নাঈম ১১১*, রস ১২, বসিস্টো ৩৬, মাহিদুল ২৯, আবু হায়দার ১*; সাইফ উদ্দিন ৩-০-৫৫-০, মেহেদি ৪-০-৪৬-১, আকিফ ৪-০-৩১-১, নাহিদ ৪-০-৩৮-০, ইফতিখার ৪-০-৩৯-১, রকিবুল ১-০-১০-০)

রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৭৪/৯ (তৌফিক ৯, সৌম্য ৭৪, সাইফ হাসান ৬, ইফতিখার ১৯, মেহেদি ২৭, সোহান ০, সাইফ উদ্দিন ১৮, আজিজুল ০, রকিবুল ১৪, আকিফ ০*, নাহিদ ১*; আবু হায়দার ৪-০-৫৪-০, নাসুম ২-০-১৮-১, হাসান ৪-০-২০-১, মিরাজ ৪-০-৩৩-০, মুশফিক ৪-০-২৪-৩, নাওয়াজ ১-০-৮-২, আফিফ ১-০-১৬-০)

ফল: খুলনা টাইগার্স ৪৬ রানে জয়ী

ম্যাচ সেরা: মোহাম্মদ নাঈম শেখ

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন