বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ , ২৫ শাওয়াল ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

ডাবল সেঞ্চুরিতে খাজার ইতিহাস, এশিয়ায় সর্বোচ্চ রানের রেকর্ড অস্ট্রেলিয়ার

ক্রীড়া ডেস্ক ৩০ জানুয়ারি , ২০২৫, ২০:২৪:৩১

237
  • ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির পর উসমান খাজা -ছবি: ইন্টারনেট

দুই বছর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনি টেস্টে ১৯৫ রানে অপরাজিত ছিলেন উসমান খাজা। আশায় ছিলেন প্রথম ডাবল সেঞ্চুরির। তবে বৃষ্টির কারণে তাকে অপেক্ষায় অধিনায়ক ইনিংস ঘোষণা করেন। কিছুটা আফসোস অবশ্য সে সময় হয়েছিল খাজার। তবে বৃহস্পতিবার সে অপেক্ষার অবসান হল তার। গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারে প্রথম ডাবলের দেখা পেয়েছেন এ ডানহাতি। আউট হন ২৩২ রান করে। ডাবল সেঞ্চুরির দিনে ইংলিস করেছেন ১০২ রান। ৯০ বলে সেঞ্চুরি ছুঁয়ে অভিষেকে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির কীর্তি গড়েন এই উইকেটকিপার–ব্যাটসম্যান। অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত ইনিংস ঘোষণা করে ৬ উইকেটে ৬৫৪ রান তুলে, যা এশিয়ায় তাদের সর্বোচ্চ। দিনের শেষ বেলায় ব্যাটিংয়ে নেমেছিল শ্রীলঙ্কা। ৪৪ রানের মধ্যেই ড্রেসিংরুমে ফিরে গেছেন ৩ জন। যে কারণে মহাবিপদে পড়েছে স্বাগতিকরা। 

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে কোনো অস্ট্রেলীয় ব্যাটার হিসেবে খাজার এটিই সর্বোচ্চ ইনিংস। তিনি পেছনে ফেলেছেন ১৯৯৫ সালে ওয়াকায় মাইকেল স্লাটারের করা ২১৯ রানের ইনিংসকে।

আগের দিনের ২ উইকেটে ৩৩০ রানের সঙ্গে আজ আরও ৩২৪ রান যোগ করে অস্ট্রেলিয়া। ১৪৭ রান নিয়ে দিন শুরু করা খাজা আউট হন ২৩২ রান করে। ৭৯ টেস্টের ক্যারিয়ারের এটি তার প্রথম ডাবল সেঞ্চুরি। তৃতীয় উইকেটে খাজা ও স্টিভেন স্মিথের জুটিতে যোগ হয় মোট ২৬৬ রান, যা এশিয়ায় যেকোনো উইকেটে অস্ট্রেলিয়ার তৃতীয় সর্বোচ্চ ও তৃতীয় উইকেটে সর্বোচ্চ। অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত ইনিংস ঘোষণা করে ৬ উইকেটে ৬৫৪ রান তুলে, যা এশিয়ায় তাঁদের সর্বোচ্চ। এশিয়ায় এত দিন অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ছিল ১৯৮০ সালে ফয়সালাবাদে পাকিস্তানের বিপক্ষে ৬১৭ রান।

বৃহস্পতিবার বৃষ্টি নামার আগে ১৫ ওভার ব্যাট করেছ শ্রীলঙ্কা। দ্বিতীয় ওভারেই ম্যাথু কুনেমানের বলে এলবিডব্লিউ হন ওশাদা ফার্নান্দো। এরপর মিচেল স্টার্ক দিমুত করুনারত্নেকে আর নাথান লায়ন অ্যাঞ্জেলো ম্যাথুসকে তুলে নিয়ে বিপদ বাড়ে শ্রীলঙ্কার। দিনেশ চান্ডিমাল আর কামিন্দু মেন্ডিস অপরাজিত রয়েছেন। তবে বিশাল রানের বোঝা মাথার ওপর নিয়ে তারা নেই স্বস্তিতে। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন