বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ , ২৫ শাওয়াল ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

সিলেটকে উড়িয়ে প্লে অফে চিটাগং

ক্রীড়া ডেস্ক ৩০ জানুয়ারি , ২০২৫, ২৩:৩৬:৪৫

161
  • ছবি: ইন্টারনেট

প্লে অফে উঠতে একটা জয় প্রয়োজন। হারলে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা। এমন সমীকরন সামনে নিয়ে বৃহস্পতিবার মাঠে নেমেই দাপট চিটাগং কিংস। রীতিমতো সিলেট স্ট্রাইকার্সকে উড়িয়ে দিল তারা। এরফলে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করল মোহাম্মদ মিথুনের দল।

মিরপুরে বৃহস্পতিবার দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগং জিতে ৯৬ রানে। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে চিটাগং। দলের হয়ে ফিফটি করেন খাজা নাফি ও মোহাম্মদ মিথুন। জবাবে খেলতে নেমে ১৫ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১০০ রানের বেশি করতে পারেনি সিলেট।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই পেছনে পড়ে সিলেট। ২ রান করে জাওয়াদ আবরার সাজঘরে ফিরলে ৩ রানের বেশি স্থায়ী হয়নি সিলেটের উদ্বোধনী জুটি। তিনে নেমে জাকির হাসান ফিরেন ১২ বলে ১৯ রান করে। রনি তালুকদারও উইকেটে থিতু হয়ে ইনিংস বড় করতে পারেননি। ১২ বলে করেছেন ১৭ রান। মিডল অর্ডারে জাকের আলি, নাহিদুল ইসলাম কিংবা আরিফুল হকরা কেউই বড় ইনিংস খেলতে পারেননি। তাদের ব্যর্থতায় দলও সুবিধা করতে পারেনি। একশ ছুঁয়েই অলআউট হয়েছে তারা।

এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি চিটাগং কিংস। ইনিংসের প্রথম ওভারেই ফিরেন পারভেজ হোসেন ইমন। তিনে নেমে ১ রানে ফিরেন গ্রাহাম ক্লার্কও। ১৭ রানে ২ উইকেট হারানোর পরও রানের চাকা সচল রাখেন খাজা নাফি। এক প্রান্তে উইকেট হারালেও আরেক প্রান্তে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন এই ওপেনার। পেয়েছেন ফিফটির দেখাও। ২৭ বলে মাইলফলক ছুঁয়েছেন তিনি। এরপর আরন বেশিক্ষণ টিকতে পারেননি। শেষ পর্যন্ত ৩০ বলে ৫২ রান করেছেন তিনি। নাফিকে যোগ্য সঙ্গ দেন মোহাম্মদ মিথুন। অধিনায়কও পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। তার ব্যাট থেকেও এসেছে ৫২ রান।

মিডল অর্ডারে হায়দার আলি-রাহাতুল ফেরদৌসরা সুবিধা করতে পারেননি। তবে শেষদিকে শামিম হোসেন-খালেদ আহমেদ মিলে দারুণ ফিনিশিং দিয়েছেন। শামিম করেন ২৩ বলে ৩৮ রান। আর খালেদ অপরাজিত ছিলেন ১৩ বলে ২৫ রান করে। শেষ তাদের ইনিংসে ভর করে লড়াই করার সতো স্কোর দাঁড় করায় দলটি। শেষ পর্যন্ত শরিফুল ইসলাম- খালেদ আহম্মেদের আগুনঝরা বোলিংয়ে সহজ জয় পেয়ে প্লে অফে নিশ্চিত করে চিটাগং।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন