বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ , ২৫ শাওয়াল ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে রেকর্ড গড়া জয় অস্ট্রেলিয়ার

ক্রীড়া ডেস্ক ১ ফেব্রুয়ারি , ২০২৫, ১৯:৪৩:৩৫

239
  • ছবি: ক্রিকইনফো

অস্ট্রেলিয়ার স্পিনারদের সামনে শনিবার অসহায় আত্মসমর্পন করল শ্রীলঙ্কার ব্যাটাররা। বিশেষ করে প্রায় দুই বছর পর টেস্ট খেলতে নামা ম্যাথু কুনেমানকে সামলাতেই পারেনি স্বাগতিকরা। অভিজ্ঞ ন্যাথান লায়নও নিজেকে মেলে ধরলেন দারুণভাবে। শেষ পর্যন্ত তাই রেকর্ড গড়া জয়ও পেয়ে যায় অস্ট্রেলিয়া।

গলে প্রথম টেস্টে শনিবার অস্ট্রেলিয়া ইনিংস ও ২৪২ রানে জিতেছে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে এটিই তাদের সবচেয়ে বড় জয়। আগেরটি ছিল ২০১২ সালে মেলবোর্নে, ইনিংস ও ২০১ রানে। এশিয়ায়ও এটি অস্ট্রেলিয়ার জয়ের রেকর্ড। ১৯৯৮ সালে ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে ইনিংস ও ২১৯ রানে জিতেছিল তারা। সাদা পোশাকে এর চেয়ে বড় হার নেই শ্রীলঙ্কার। আগেরটি ছিল ২০১৭ সালে ভারতের বিপক্ষে নাগপুরে, ইনিংস ও ২৩৯ রানে।

ম্যাচ থেকে প্রথম ইনিংসেই ছিটকে পড়ে শ্রীলঙ্কা। ৫ উইকেটে ১৩৬ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে স্রেফ ১৬৫ রানে গুটিয়ে যায় তারা। শেষ ৫ উইকেট হারায় কেবল ৯ রানে। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা যেতে পারে ২৪৭ পর্যন্ত।

দিনের সপ্তম ওভারে কুসাল মেন্ডিসকে ফিরিয়ে দেন কুনেমান। এরপর আর বেশিক্ষণ টেকেনি লঙ্কানরা। পরের ওভারেই বিদায় নেন ইনিংসে একমাত্র ফিফটি করা দিনেশ চান্দিমাল। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ৯ চারে ৭২ রান করা টপ অর্ডার ব্যাটসম্যান। পরের তিন ওভারে বাকি তিন উইকেটও হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। যার মধ্যে দুই শিকার ধরে ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট পূর্ণ করেন ২০২৩ সালের মার্চের পর টেস্টে ফেরা কুনেমান।

প্রথম ইনিংস শেষে ৪৮৯ রানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া ফলো-অন করায় প্রতিপক্ষকে। এবারও শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। ৬ রানে হারায় তারা দুই ওপেনারকে। এক ঘণ্টার একটু বেশি সময়ে দুই ইনিংস মিলিয়ে ১৫ রানে ৭ উইকেট পড়ে লঙ্কানদের।

শ্রীলঙ্কার ব্যাটিং টস শুরু হয়েছিল তৃতীয় ওভারে ওশাদা ফার্নান্দোকে দারুণ এক ইনসুইঙ্গারে এলবিডব্লিউ করে দেন স্টার্ক। পরের ওভারে মার্ফির বল ছেড়ে দিয়ে বোল্ড হন দিমুথ কারুনারাত্নে।

পরের পাঁচ ব‍্যাটসম‍্যানের সবাই পান ভালো শুরু, এদের সবাই খেলেন ত্রিশ ছাড়ানো ইনিংস। কিন্তু কেউই যেতে পারেননি পঞ্চাশ পর্যন্ত।

চান্দিমালকে ফিরিয়ে তৃতীয় উইকেট জুটির (৬৯ রান) প্রতিরোধ ভাঙেন লায়ন। পরে বিদায় করেন অভিজ্ঞ অ‍্যাঞ্জলো ম‍্যাথিউসকে।

তার উইকেটের মাঝে টি-টোয়েন্টি ঘরানার ব‍্যাটিং করা কামিন্দু মেন্ডিসের উইকেট নেন কুনেমান। পরে ধানাঞ্জয়া ডি সিলভাকে ফিরিয়ে ৬৫ রানের জুটি ভাঙেন তিনি।

কুসাল মেন্ডিসকে স্টাম্পড করার পর প্রবাথ জয়াসুরিয়াকে বোল্ড করে দেন লায়ন। তার সঙ্গে পাল্লা দিয়ে উইকেট নেওয়া কুনেমান সারেন বাকিটা। নিশান পেইরিসকে বোল্ড করার পর ঝড়ো ব‍্যাটিংয়ে ফিফটি করা জেফ্রি ভ‍্যান্ডারসেকে ফিরিয়ে দলকে জয়ের উল্লাসে ভাসান তিনি।

একই মাঠে দুই দলের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু আগামী বৃহস্পতিবার।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৬৫৪/৬ ডিক্লে.

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৫২.২ ওভারে ১৬৫ (আগের দিন ১৩৬/৫) (চান্দিমাল ৭২, মেন্ডিস ২১, জায়াসুরিয়া ০, ভ্যান্ডারসে ৪, পেইরিস ৫, আসিথা ০*; স্টার্ক ৮-১-১৩-২, কুনেমান ১৮.২-৩-৬৩-৫, লায়ন ২০-৩-৫৭-৩, মার্ফি ৬-১-২৬-০)

শ্রীলঙ্কা ২য় ইনিংস: (ফলো অন) ৫৪.৩ ওভারে ২৪৭ (ওশাদা ৬, কারুনারাত্নে ০, চান্দিমাল ৩১, ম্যাথিউস ৪১, কামিন্দু ৩২, ধানাঞ্জায়া ৩৯, মেন্ডিস ৩৪, জায়াসুরিয়া ১, ভ্যান্ডারসে ৫৩, পেইরিস ০, আসিথা ৬*; স্টার্ক ৫-১-১৪-১, মার্ফি ১১-০-৫৭-১, কুনেমান ১৭.৩-২-৮৬-৪, লায়ন ১৯-৪-৭৮-৪, হেড ২-০-৮-০)

ফল: অস্ট্রেলিয়া ইনিংস ও ২৪২ রানে জয়ী

ম্যাচসেরা: উসমান খাজা

সিরিজ: ২ টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে অস্ট্রেলিয়া

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন