শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ , ২০ শাওয়াল ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

বিদায় বেলায় যা বললেন তামিম

ক্রীড়া ডেস্ক ৮ ফেব্রুয়ারি , ২০২৫, ১১:৫৬:১১

191
  • ছবি: ইন্টারনেট

ফেসবুকে পোস্ট দিয়ে  ১৭ বছরের বর্ণিল আন্তর্জাতিক ক্রিকেটকে কদিন আগেই বিদায় বলেছিলেন তামিম ইকবাল। বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফল এই ব্যাটারকে বিপিএলের ফাইনাল মঞ্চে বিদায়ী ক্রেস্ট ও উপহার দিয়েছে বিসিবি। এরপর সমর্থকদের জন্য শেষ বার্তা দেন তিনি। 

বিসিবির কাছ থেকে সংবর্ধনা নিয়ে পরে নিজের প্রতিক্রিয়া জানান তামিম,  ‘আমার জন্য এটা একটা দারুণ যাত্রা ছিল। ১৭ বছর ধরে আমার দেশের প্রতিনিধিত্ব করেছি। বাংলাদেশ আইসিসি ট্রফিতে যখন চ্যাম্পিয়ন হয় তখন আমার চাচা তখন ছিলেন দলের অধিনায়ক। সারা দেশের আনন্দ ছিল দেখার মতো। তখনই আমি ক্রিকেটার হওয়ার সিদ্ধান্ত নিই। আমার বাবার স্বপ্ন ছিল যে একদিন আমি আমার দেশের প্রতিনিধিত্ব করব। দুর্ভাগ্যবশত, তিনি আর পৃথিবীতে নেই, কিন্তু আমি নিশ্চিত যে তিনি আমি দেশের জন্য যা করেছি তাতে গর্বিত হতেন। আমি বাংলাদেশে যেখানেই খেলেছি, সেখানেই অনেক ভালোবাসা পেয়েছি। আমার পরিবার, আমার চাচা আকরাম খান। তিনি আমাদের পথ দেখিয়েছিলেন। তারপর আমার চাচা এবং আমাকে নিয়ে ১৭ বছরের সমালোচনা (স্বজনপ্রীতির)। আমরা সবাই জানি সেটা কী ছিল। ক্রিকেট কখনো সহজ নয়। তুমি সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির ছেলেও হতে পারো, কিন্তু যদি তুমি পারফর্ম না করো, এই খেলা তোমাকে কখনো রাখবে না। আমার পরিবারের জন্য তিনি যা করেছেন তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। আমার স্ত্রী, আমার ছেলে, আমার কোচ - আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’

এবারের আসরে শুরু থেকেই ফেবারিট ছিল বরিশাল। প্রথম পর্বে ১২ ম্যাচের ৯টি জিতে তারা ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে। পরে প্রথম কোয়ালিফায়ার জিতেই পেয়ে যায় ফাইনালের টিকেট। আর শিরোপা নির্ধারণী ম্যাচে চিটাগং কিংসকে হারিয়ে পুনরাবৃত্তি করে গত বছরের সাফল্যের ।

এবার সবাইকে ছাড়িয়ে যেতে পারেননি তামিম। তবে চার ফিফটিতে ৪১৩ রান করে তিনিই দলের সেরা ব্যাটসম্যান। ফাইনালে ১৯৫ রানের লক্ষ্যে ২৯ বলে ৫৪ রানের বিধ্বংসী ইনিংসে বরিশাল অধিনায়ক গড়ে দেন জয়ের ভিত। ফাইনালের সেরার পুরস্কার ওঠে তার হাতে।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন