বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ , ২৫ শাওয়াল ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

ট্রফি নিয়ে এবার বরিশাল যাবেন তামিমরা

ক্রীড়া ডেস্ক ৮ ফেব্রুয়ারি , ২০২৫, ১২:১২:৪৯

207
  • ছবি: ইন্টারনেট

গতবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শিরোপা জিতে বরিশাল যাওয়ার কথা থাকলেও যায়নি ফরচুন বরিশাল দল। তবে এবার আর তেমনটা হচ্ছে না। আগামী রোববার বিপিএলের ট্রফি নিয়ে বরিশাল যাবেন তামিম ইকবালরা। 

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবারও ফেবারিটের তকমা নিয়ে ১১তম বিপিএলের পথচলা শুরু করেছিল বরিশাল। মাঠের খেলায় টুর্নামেন্ট জুড়ে দাপট দেখিয়েছে দলটি। মাঠের বাইরে অন্য অনেক দলে পারিশ্রমিক ইস্যুতে নানান বিতর্ক হলেও বরিশাল এদিক থেকে ছিলো ব্যতিক্রম। তুলনামূলক পেশাদারিত্বের ছাপ দেখা গেছে দলটির ভেতর। শেষ পর্যন্ত ফাইনালে চিটাগাং কিংসকে হারিয়ে ৩ উইকেটে ট্রফিও নিজেদের করে নেয় তারা।
 
ট্রফি জিতে অধিনায়ক তামিম তাই সব মিলিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলের কর্ণধার মিজানুর রহমানকে, ‘অবিশ্বাস্য (আবার জেতা)। আমি মালিককে ধন্যবাদ দিব। উনি দুর্দান্ত ছিলেন, আমি যা করতে চেয়েছি তিনি তা করতে দিয়েছেন। কে খেলবে, কে খেলবে না তা নিয়ে হস্তক্ষেপ করেননি। আমাকে স্বাধীনতা দিয়েছেন যেটা আমি চেয়েছি। হারলেও কিছু বলেননি।’
 
বরিশালের স্কোয়াডে ছিলো অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল। বেঞ্চে ছিলো তাদের যথেষ্ট শক্তিশালী। এ ব্যাপারে অধিনায়ক তামিম বলেন  ‘মাদের দল অভিজ্ঞতায় ভরপুর ছিলো। আমার রিশাদ, হৃদয়, শান্তদের মতন তরুণরা ছিলো। আরিফুল হকের মতন তরুণকে খেলাতে পারিনি এজন্য আমি হতাশ। খেললে আমরা বড় আরেক তারকা দেখতাম।’
 
এরপরই তিনি ট্রফি নিয়ে বরিশালে যাওয়ার কথাও জানিয়ে দেন,  ‘গত বছর আমরা বরিশালে গিয়ে উদযাপন করতে পারিনি। এইবার আমরা ঠিক করেছি বরিশাল যাব। আমরা ৯ তারিখ আসছি বরিশালে। সবাইকে অনুরোধ করব ৯ তারিখ শিরোপা উদযাপন করতে।’
 
নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন