শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ , ২০ শাওয়াল ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

আবারও সৌম্যর চোট

ক্রীড়া ডেস্ক ১০ ফেব্রুয়ারি , ২০২৫, ২১:৪৫:২৫

209
  • ছবি: ইন্টারনেট

সদ্য সমাপ্ত বিপিএলেও চোটের কারণে শুরুর দিকের বেশিরভাগ ম্যাচে অনুপস্থিত ছিলেন সৌম্য সরকার। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার অংশগ্রহণ নিয়ে আশাবাদী ছিলেন নির্বাচকরা। তাই দলে জায়গা পেয়েছিলেন তিনি। আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের আগে সোমবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলনের সময় ফের চোটে পড়েছেন এ ওপেনার। 

চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে গত শনিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলনের সময় পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর একটি বল সৌম্যর ডান হাতের আঙুলে আঘাত করে। আঘাত পেয়ে তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন সৌম্য। পরবর্তীতে বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলামের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে মাঠ ছাড়েন তিনি।   

বাংলাদেশ দলের জন্য এই চোট বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ কিছুদিন আগেই ডান হাতের আঙুলের চোট থেকে সেরে উঠেছিলেন তিনি। সেই হাতেই পেলেন আবারও চোট। তবে ফিজিও জানিয়েছেন, বর্তমান চোটটি নাকি তেমন গুরুতর নয়।  

আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের আগে সৌম্যর চোট নিঃসন্দেহে চিন্তা বাড়াবে বাংলাদেশের। চোটের কারণে শেষমেশ যদি স্কোয়াড থেকে ছিটকে যান সৌম্য, সেক্ষেত্রে কপাল খুলতে পারে লিটন দাসের।

এবারের বিপিএলে মোট ৪টি ম্যাচ খেলেছেন সৌম্য। চোট থেকে ফিরে পারফর্ম করতে পেরেছেন কেবল একটি ম্যাচে। লিগ পর্বের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষ তিনি খেলেছিলেন ৭৪ রানের ইনিংস। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন