শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ , ২০ শাওয়াল ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

মুরালির চোখে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এগিয়ে ভারত-পাকিস্তান

ক্রীড়া ডেস্ক ১১ ফেব্রুয়ারি , ২০২৫, ২১:৫৫:২১

192
  • ছবি: ইন্টারনেট

আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে এই টুর্নামেন্ট নিয়ে ভবিষ্যদ্বাণী শুরু হয়ে গেছে। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষক প্রায় সবাই নিজেদের পছন্দের দল নিয়ে বিভিন্ন সম্ভাবনার কথা জানাচ্ছেন। এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে খেলতে পারে পাকিস্তান ও ভারত। এর আগে ২০১৭ সালে অনুষ্ঠিত সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে খেলেছিল ভারত-পাকিস্তান। সেবার ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ঘরে তোলে পাকিস্তান। এবার তারা নিজেদের ঘরের মাঠেই খেলবে মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্ট।

ভারতের বার্তা সংস্থা এএনআইকে মুরালিধরন বলেছেন, ‘ফেবারিট তো আছেই। তবে নিশ্চিত করে বলার উপায় নেই যে এই দলটাই জিতবে। ভারত ও পাকিস্তানই ফেবারিট। ঘরোয়া কন্ডিশনের জন্য ফেবারিট পাকিস্তান। ভারতও এমন কন্ডিশনে উঁচু সারির দল।’

২০০২ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের সঙ্গে শিরোপা ভাগাভাগি করে শ্রীলঙ্কা। লঙ্কানদের সেই দলের সদস্য ছিলেন মুরালি।  এবার অবশ্য শ্রীলঙ্কা নেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তারা এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। এবারের আসরে স্পিনারদের বড় সুযোগ দেখছেন মুরালিধরন,  ‘রশিদ খান ভালো, রবীন্দ্র জাদেজাও আছে। অনেক স্পিনারই এখন উঠে আসছে। তারা এই টুর্নামেন্টে সত্যিই ভালো করবে, উইকেট স্পিনারদের সাহায্য করবে বলে আশা করি।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন