শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ , ২০ শাওয়াল ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন পাকিস্তানের তিন ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক ১৩ ফেব্রুয়ারি , ২০২৫, ১৯:৩৮:১৬

159
  • ছবি: ইন্টারনেট

করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে  ত্রিদেশীয় সিরিজে  ম্যাচেআচরণবিধি ভাঙার দায়ে পাকিস্তানের শাহিন আফ্রিদি, সৌদ শাকিল ও কামরান গুলামকে জরিমানা করেছে আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির আচরণবিধির লেভেল ওয়ান ভঙ্গ করেছেন তারা।

পেসার শাহিন আফ্রিদিকে তার ম্যাচ ফির ২৫ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, আচরণবিধির ২.১২ ধারা ভেঙেছেন, যেখানে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক ম্যাচে ম্যাচ রেফারি, আম্পায়ার, খেলোয়াড়দের সাপোর্ট পারসোনেল, খেলোয়াড় কিংবা যে কারও (দর্শকও) সঙ্গে অসংগত শারীরিক সংঘর্ষে’ জড়ালে আচরণবিধি ভাঙা হয়েছে বলে ধরা হবে।

প্রোটিয়াদের বিপক্ষে ৬ উইকেটের জয়ে পাকিস্তানের ফাইনালে ওঠার এ ম্যাচে দক্ষিণ আফ্রিকার ইনিংসের ২৮তম ওভারে শাহিনের আচরণ প্রশ্নবিদ্ধ হয়েছে। প্রোটিয়া ব্যাটসম্যান ম্যাথু ব্রিৎজকে সিঙ্গেল নিতে গেলে শাহিন ইচ্ছা করে তাঁর দৌড়ে বাধা তৈরি করেন। এতে শারীরিকভাবে সংঘর্ষ হয় দুই খেলোয়াড়ের এবং উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়।

এদিকে ২৯তম ওভারে প্রোটিয়া ব্যাটসম্যান টেম্বা বাভুমা রান আউট হওয়ার পর তাঁর খুব কাছে গিয়ে উদ্‌যাপন করেন সৌদ শাকিল এবং বদলি ফিল্ডার হিসেবে নামা কামরান গুলাম। এই দুই খেলোয়াড়ের ম্যাচ ফির ১০ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে, যা পাকিস্তানি মুদ্রায় ৬৪ হাজার ৪০০ রুপি করে। বাংলাদেশি মুদ্রায় দুই খেলোয়াড়ের মোট জরিমানার অঙ্ক—৪০ হাজার ১৪৬ টাকা। সব মিলিয়ে তিন খেলোয়াড়ের মোট জরিমানার অঙ্ক ১ লাখ ১০ হাজার ১৪৬ টাকা।

শাকিল ও গুলামের বিরুদ্ধে আচরণবিধির ২.৫ নম্বর অনুচ্ছেদ ভাঙার অভিযোগ আনা হয়েছে। তবে আর্থিক জরিমানা ছাড়াও এই তিন খেলোয়াড়ের শৃঙ্খলার রেকর্ডে ১টি করে ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে। গত ২৪ মাসে এই তিন খেলোয়াড়ের শৃঙ্খলা ভাঙার কোনো রেকর্ড নেই। সবাই শাস্তি মেনে নেওয়ায় আর আনুষ্ঠানিকভাবে শুনানির প্রয়োজন হয়নি।

 ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শুক্রবার নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন