শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ , ২০ শাওয়াল ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

কিং নামে ডাকা পছন্দ হচ্ছে না বাবরের

ক্রীড়া ডেস্ক ১৩ ফেব্রুয়ারি , ২০২৫, ১৯:৪৮:২২

167
  • ছবি: ইন্টারনেট

সম্প্রতি ব্যাট হাতে ঠিক ছন্দ খুঁজে পাচ্ছেন না বাবর আজম।  অন্তত এই ফর্মহীনতার সময়ে ‘কিং’ ডাক শুনতে ভালো লাগার কথা নয় কারোই। পাকিস্তানের সাবেক অধিনায়ক এবার সবাইকে অনুরোধ করেছেন, কেউ যেন তাকে কিং বা রাজা বলে না ডাকেন।

কয়েকদিন পরেই ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফি আসর। তার আগে নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে নিজেদের ঝালিয়ে নেওয়ার দারুণ সুযোগ পেয়েছে পাকিস্তান। তবে তারকা ব্যাটসম্যান বাবর আজম হতাশ করেছেন। 

প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে ২৩ বলে ১০ রানের পর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আউট হয়েছেন ১৯ বলে ২৩ রান করেন তিনি। তাই নিজেকে ‘কিং’ ডাকা পছন্দ হচ্ছে না বাবরের। বুধবার করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড ৩৫২ রান তাড়া করে জিতেছে পাকিস্তান। ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবর বলেন, ‘দয়া করে আমাকে কিং ডাকবেন না। আমি রাজা নই। আমি এখনো সে স্তরে পৌঁছাইনি। এখন আমার ওপর নতুন দায়িত্ব অর্পিত হয়েছে। আগে আমি যা করেছি, সেটা অতীত। প্রতিটি ম্যাচ একটি নতুন চ্যালেঞ্জ। আমাকে অবশ্যই বর্তমান ও ভবিষ্যতে মনোযোগ দিতে হবে।’

আন্তর্জাতিক অঙ্গনে বাবরের অভিষেক ২০১৫ সালে। এরপর দ্রুতই নিজের সেরা ছন্দ খুঁজে পান তিনি। একপর্যায়ে সময়ের সেরা ব্যাটসম্যানদের কাতারেও নিয়ে যান নিজেকে। কিন্তু ২০২২ সাল থেকে ছন্দহীনতায় ভুগছেন তিনি। ২০২৩ সালের আগস্টের পর এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক সেঞ্চুরিও পাননি তিনি। তবে সেরা সময় খুঁজে পেতে তিনি এখন পাখির চোখ করে বসে আছেন চ্যাম্পিয়নস ট্রফিকে ঘিরে। এখন দেখার বিষয় বাবর কি করেন। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন