শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ , ২০ শাওয়াল ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে লিটন

ক্রীড়া ডেস্ক ১৬ ফেব্রুয়ারি , ২০২৫, ১৩:৪৪:০৪

149
  • ছবি: ইন্টারনেট

ফর্মহীনতায় ভুগছেন লিটন দাস। তাই চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা হয়নি তার। তবে বসে নেই তিনি। বিপিএলের পর কয়েকদিন ছুটি কাটিয়ে আজ বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে যোগ দিয়েছেন এ ওপেনার। জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজই টাইগার্সের ক্যাম্প শুরু হয়েছে।

 ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এবারের আসর শুরু হবে মার্চের প্রথম সপ্তাহে। এ টুর্নামেন্টের প্রস্তুতি শুরু হওয়ার আগ পর্যন্ত চলবে টাইগার্সের ক্যাম্প। চ্যাম্পিয়নস ট্রফির দলে সুযোগ না পাওয়া ও জাতীয় দলের আশপাশে আছেন এমন ক্রিকেটাররা এতে অংশ নিচ্ছেন।

বাংলাদেশ টাইগার্সের এই ক্যাম্প পরিচালনা করছেন দেশি কোচেরা। তত্ত্বাবধানে আছেন সোহেল ইসলাম। শুরুটা ফিটনেসের কাজ দিয়ে হলেও পরে স্কিল অনুশীলন করবেন ক্রিকেটাররা। 

আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর। এরইমধ্যে বাংলাদেশ দল পৌঁছে গেছে দুবাইয়ে। এ টুর্নামেন্ট চলাকালিন কেউ চোটে  পড়লে যেন বিকল্প তৈরি থাকে, তাই টাইগার্স ক্যাম্প চলছে। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন