বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ , ২৫ শাওয়াল ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি মিশন শুরু আজ

ক্রীড়া ডেস্ক ২০ ফেব্রুয়ারি , ২০২৫, ১১:৪১:৫৬

190
  • ছবি: ইন্টারনেট

পাকিস্তান-নিউ জিল্যান্ড ম্যাচ দিয়ে বুধবার মাঠে গড়ায় চ্যাম্পিয়নস ট্রফি। তবে এ টুর্নামেন্টে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে বৃহস্পতিবার দুপুর ৩ টায়। দুবাইয়ে ভারতের মুখোমুখি টিম টাইগার্স। 

দিনের হিসাবে ৭০ দিন পর কোনো আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। শেষ ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৪ উইকেটের হার দেখে বাংলাদেশ। তবে অতীত নিয়ে ভাবছে না টিম টাইগার্স। দেশ ছাড়ার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ঘোষণা দেন চলতি আসরে ‘চ্যাম্পিয়ন’ হওয়ার। যদিও পাঁচবার চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা বাংলাদেশের পরিসংখ্যান বলে ভিন্ন কথা। তরুণদের নিয়ে গড়া বাংলাদেশের স্কোয়াডের ছয়জন- মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান খেলেছেন সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতেও।  
 
বাংলাদেশের হয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে সবচেয়ে বেশি রান অবশ্য তামিম ইকবাল খানের। ২০১৭ সালের আসরে ২৯৩ রান করেন এ বাঁহাতি ব্যাটার। তামিমের সে আসরে ছিল একটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি। গড় ৭৩.২৫ ও স্ট্রাইক রেট ৮৬.১৭। এ টুর্নামেন্টে বাংলাদেশের শীর্ষ উইকেট শিকারি স্পিনার মোহাম্মদ রফিক। ৮ ম্যাচে বাঁহাতি স্পিনারের শিকার ৬ উইকেট। বর্তমান স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে মুশফিকুর রহীমের ৪ ম্যাচে সংগ্রহ ১৬৩ রান, সর্বোচ্চ ৭৯। মাহমুদউল্লাহ রিয়াদ ৪ ম্যাচ খেলে রান করেন ১৩৭। গত আসরে নিউজিল্যান্ডের বিপক্ষে তার সেরা অপরাজিত ১০২ রানের ইনিংস। সে ম্যাচে সাকিব আল হাসানকে নিয়ে গড়েন ২২৪ রানের জুটি। কার্ডিফের মাঠে কিউইদের বিপক্ষে জিতে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ওঠে টাইগার্স বাহিনী। গত আসরে বোলিংয়ে পেসার মোস্তাফিজুর রহমানের ১ এবং তাসকিনের ছিল ২ উইকেট। ২০১৭ সালে সৌম্য ব্যাট হাতে করেন মত্র ৩৪ রান। বর্তমান অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে ৪ নম্বর পজিশনে থাকা মেহেদী মিরাজ গত আসরে ১ ম্যাচ খেলতে নেমে  করেন ১৪ রান।  
 
তারুণ্য নির্ভর দলে বাংলাদেশের শক্তিমত্তার জায়গা পেসার নাহিদ রানা এবং লেগ স্পিনার রিশাদ হোসেন। সর্বশেষ বিপিএলে (বাংলাদেশ প্রিমিয়ার লীগ) দারুণ নৈপুণ্য দেখিয়েছেন ব্যাটার তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিক। বুধবার প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের পেস ইউনিট নিয়ে আশা ব্যক্ত করেন বাংলাদেশের অধিনায়ক শান্ত। তিনি বলেন, ‘আমরা সবসময় গতির সাথে লড়াই করেছি কিন্তু গত কয়েক বছরে আমরা বেশ কয়েকজন ফাস্ট বোলার পেয়েছি। আমরা নাহিদ রানা এবং তাসকিনকে (আহমেদ) পেয়েছি। তারা যেভাবে বোলিং করছে, আমি মনে করি এটি দলকে সাহায্য করবে।’
 
নিউজজি/সিআর
 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন