শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ , ২০ শাওয়াল ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

চ্যাম্পিয়ন্স লিগ থেকে সিটির বিদায়

ক্রীড়া ডেস্ক ২০ ফেব্রুয়ারি , ২০২৫, ১২:০৩:২৪

176
  • ছবি: ইন্টারনেট

চ্যাম্পিয়ন্স লিগ প্লে–অফের  প্রথম লেগে হেরে আগেই পেছনে পড়েছিল ম্যানচেস্টার সিটি। তবে দ্বিতীয় লেগে দুর্দান্ত কিছু করে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় জায়গা করে নেয়ার আভাস দিয়েছিল দলটি। তবে বুধবার রাতে হয়েছে উল্টোটা। সে সময় শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের কাছে সিটি ৩-১ গোলে হারে। সব মিলিয়ে দুই লেগে ৬-৩ গোলে হেরে এ টুর্নামেন্ট থেকে বিদায় ঘন্টা বেজেছে সিটির।

বুধবার সিটির সঙ্গে রিয়ালের পার্থক্যটা গড়ে দেন কিলিয়ান এমবাপে। তিনি করেন দুর্দান্ত হ্যাটট্রিক।  সান্তিয়াগো বার্নাব্যুতে অবশ্য ম্যাচ আধা ঘণ্টা না পেরোতেই আক্ষরিক অর্থেই সিটির সম্ভাবনা ১ শতাংশে নেমে আসে। প্রথম লেগে ১ গোলে পিছিয়ে থাকা দলটি তখন পিছিয়ে পড়েছে ৩ গোলে। এমবাপের জোড়া গোলে রিয়াল তখন এগিয়ে যায় ২-০ ব্যবধানে। পরের অর্ধে রিয়ালের কাছে আত্মসমর্পণ করে বসেছে সিটি। যেখানে শেষ পর্যন্ত রিয়ালের কাছে সিটির হার ৩-১ গোলে। দুই লেগ মিলিয়ে যা ৬-৩।

এমন হতশ্রী পারফরম্যান্সে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের ফলে সিটির বাজে মৌসুমটা আরও হতাশায় ডুবে গেল। অন্যদিকে এই জয়ে প্লে–অফ দেয়াল টপকে পরের পর্বে পৌঁছে গেল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল।

ঘরের মাঠে ম্যাচের ৫ মিনিটের মাথায় গোল করে রিয়াল। নিজেদের অর্ধ থেকে রাউল আসেনসিও বল বাড়ান কিলিয়ান এমবাপের উদ্দেশে। লেগে থাকা দুই ডিফেন্ডারকে ছিটকে এমবাপে বল তুলে দেন সিটি গোলরক্ষক এদেরসনের মাথার ওপর দিয়ে। এই গোল রিয়ালকে দুই লেগ মিলিয়ে ২ গোলের লিড এনে দেয়। সিটির বিপদ আরও বাড়ে চোটে পড়ে একটু পর জন স্টোনস মাঠ ছেড়ে গেলে। দুই গোলে পিছিয়ে পড়া সিটিকে এ সময় একরকম পেয়ে বসে রিয়াল। একের পর এক আক্রমণে সিটির নাভিশ্বাস তুলে ছাড়ে রিয়াল আক্রমণভাগ। এমনকি ম্যাচের প্রথম ২৫ মিনিটের মধ্যে লক্ষ্যে কোনো শটও নিতে পারেনি সিটি।  ৩৩ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করে সিটির বিদায় অনেকটাই নিশ্চিত করে দেন এমবাপে। 

বিরতির পরও ম্যাচে নাটকীয় পরিবর্তন আনতে পারেনি সিটি। রিয়াল পায় ৬১ মিনিটে তৃতীয় গোলের দেখা। নিজের হ্যাটট্রিক পূরণ করে সিটির যন্ত্রণা–বেদনা আরও বাড়িয়ে দেন এমবাপে।

দুই লেগ মিলিয়ে ৬-২ গোলে রিয়াল এগিয়ে যাওয়ার পর বাকি আধা ঘণ্টা খেলার জন্যই শুধু খেলেছে দুই দল। শেষ দিকে নিকো গঞ্জালেস সিটির হয়ে একটি গোলও শোধ করেন। কিন্তু রিয়াল ততক্ষণে সিটির ধরাছোঁয়ার অনেক বাইরে।

ইউরোপ সেরার মঞ্চে এ নিয়ে টানা চার আসরে মুখোমুখি হলো রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। গত কয়েক বছরে তারা যেমন রোমাঞ্চকর লড়াই উপহার দিয়েছিল, এবার হলো না তেমন কিছু। একপেশে ম্যাচে অনায়াস জয় পেল শিরোপাধারীরা।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন