শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ , ২০ শাওয়াল ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

ফখরের চ্যাম্পিয়নস ট্রফি শেষ, বদলি ইমাম

ক্রীড়া ডেস্ক ২০ ফেব্রুয়ারি , ২০২৫, ২১:১৫:২০

170
  • ছবি: ইন্টারনেট

চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরের শুরুটা পাকিস্তানের ভাল হয়নি। উদ্বোধনী ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে হারের পর আরও দুঃসংবাদ পেল দলটি।  টুর্নামেন্টের দ্বিতীয় বলে পাওয়া চোটে পুরো আসর থেকে ছিটকে গেলেন ফখর জামান। তার বদলি হিসেবে আরেক বাঁহাতি ব্যাটসম্যান ইমাম-উল-হাকের অনুমোদন দিয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির টেকনিক্যাল কমিটি।

করাচিতে বুধবারের ম্যাচে শাহিন আফ্রিদির দ্বিতীয় বলে কাভার ড্রাইভ করেন উইল ইয়াং। অনেকটা দৌড়ে সীমানার কাছে বল থামান ফখর। ডাইভ দেওয়ার পর তার চোখে-মুখে অস্বস্তি ছিল স্পষ্ট। পরে অনেকটা সময় ছিলেন মাঠের বাইরে।   নিউ জিল্যান্ডের ইনিংসের শেষ দিকে মাঠে ফেরেন তিনি। কিন্তু যথেষ্ট সময় ফিল্ডিং না করায় ওপেনিংয়েও নামতে পারেননি।

দুই উইকেট পড়ার পর ব্যাটিংয়ে নামেন তিনি। তবে ঠিকঠাক দৌড়াতে পারছিলেন না বাঁহাতি ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ৪১ বলে ২৪ রান করে আউট হন। ম্যাচ শেষে করানো পরীক্ষায় জানা যায়, পেটের পেশির চোটে ভুগছেন ফাখার। তীব্রতা বেশি হওয়ায় সামনের ম্যাচগুলোও খেলা হবে না তার। এর আগে সাইম আইয়ুবের চোটে দলে এসেছিলেন তিনি।

এবার ফখরের চোট সৌভাগ্য বয়ে আনল ইমামের জন্য। ২০২৩ বিশ্বকাপের পর প্রথমবার ওয়ানডে খেলার সুযোগ ২৯ বছর বয়সী ব্যাটসম্যনের সামনে।

আগামী রোববার ভারতের বিপক্ষে পরের ম্যাচ খেলবে পাকিস্তান।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন