বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ , ২৫ শাওয়াল ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

‘বাংলাদেশ-ভারতকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেবে পাকিস্তান’

ক্রীড়া ডেস্ক ২২ ফেব্রুয়ারি , ২০২৫, ১০:০১:৪৯

149
  • ছবি: ইন্টারনেট

নিউ জিল্যান্ডের কাছে হেরে এবারের চ্যাম্পিয়নস ট্রফি শুরু হয়েছে পাকিস্তানের। যে কারণে এ টুর্নামেন্টে সেমিফাইনালে উঠার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে দলটির। তবে দেশটির সাবেক দুই তারকা শোয়েব আখতার ও শোয়েব মালিক বিশ্বাস করেন সেই দুই ম্যাচে ভারত ও বাংলাদেশকে হারিয়ে ঠিকেই শেষ চারে জায়গা করে নেবে মোহাম্মদ রিজওয়ানের দল। 

রোববার দুইবাইয়ে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান। আর বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে দলটি খেলবে রাওয়ালপিন্ডিতে। পাকিস্তানের সেমির সম্ভাবনা নিয়ে শোয়েব মালিক বলেছেন, ‘আমি খুবই আশাবাদী যে পরের ম্যাচে আমাদের ভারতকে হারানোর দারুণ সুযোগ আছে। এরপর বাংলাদেশের সঙ্গেও জয়ের ধারা অব্যাহত রাখতে হবে।'

তবে মানসিকভাবে পিছিয়ে আছে পাকিস্তান বলে মনে করেন শোয়েব মালিক। তিনি বলেন, 'এটা ঠিক যে আমাদের মনোবল এখন তলানিতে, আত্মবিশ্বাসও কমে গেছে। কিন্তু আমার মনে হয় এখনো নিজেদের চেনানোর বাকি আছে। ভারতকে বিপক্ষে জেতার সামর্থ্য আমাদের দলের আছে। কিন্তু এখন দায়িত্বটা তাদের (খেলোয়াড়দের)। সিনিয়রদের বাড়তি দায়িত্ব নিতে হবে।’

শেষ চারে উঠতে পাকিস্তানকে আগ্রাসী ক্রিকেট খেলার পরামর্শ শোয়েব আখতারের, ‘রক্ষণাত্মক না হয়ে তোমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলো। ভারতের বিপক্ষে তোমাদের শুভকামনা জানাই। আশা করি নিউজিল্যান্ডের বিপক্ষে যে ভুল করেছ, সেগুলোর পুনরাবৃত্তি করবে না এবং এত কম স্ট্রাইক রেটে ব্যাটিং করবে না।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন