শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ , ২০ শাওয়াল ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

ডিপিএল: দল বদল শেষ হলেও ঠিকানা খুঁজে পাননি লিটন

ক্রীড়া ডেস্ক ২৩ ফেব্রুয়ারি , ২০২৫, ২১:৩৮:১৮

188
  • ছবি: ইন্টারনেট

অফ ফর্মের কারণে এবারের চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড়ে জায়গা পাননি লিটন দাস। তবে নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা তিনি করতে পারেন আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। কিন্তু দেশের ক্রিকেটের বড় এই তারকা দুই দিনের দলবদল শেষেও কোনো ক্লাবকে চূড়ান্ত ঠিকানা হিসেবে বেছে নিতে পারেননি।

রবিবার সন্ধ্যায় দুই দিনে দলবদল করা ১৬৫ জন ক্রিকেটারের যে তালিকা দিয়েছে সিসিডিএম, তাতে লিটনের নাম নেই। এমন নয় যে তাকে কোন ক্লাব নিচ্ছে না। বরং বেশ কয়েকটি ক্লাবের সঙ্গেই লিটনের কথাবার্তা হয়েছে বলে জানা গেছে। টাকার অঙ্ক মিলছে না বলেই এখনো কোনো দলে নাম লেখানো হয়নি লিটনের। একটি ক্লাবের স্বত্বাধিকারী জানিয়েছেন, তাঁদের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়ে গেলেও শেষ পর্যন্ত আর কিছু চূড়ান্ত হয়নি। হয়নি লিটন অনেক টাকা দাবি করায়। অঙ্কটা ৫০ লাখ বলেও জানা গেছে একটি সূত্রে।

তবে এখনো লিটনের প্রিমিয়ার লিগ খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। সিসিডিএমের সদস্যসচিব সাজ্জাদ হোসেইন জানিয়েছেন, লিটন যেহেতু টোকেন তুলে নিয়েছেন, এখন চাইলে যেকোনো সময়ই নিজের ক্লাব বেছে নিতে পারবেন। পুরোটাই নির্ভর করছে তার ওপর।

লিটন যেমন তার প্রত্যাশিত টাকা পাচ্ছেন না, অন্য অনেক খেলোয়াড়ের ক্ষেত্রেই তা হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, এবারের প্রিমিয়ার লিগে ক্রিকেটারদের পারিশ্রমিক গতবারের চেয়ে অর্ধেক বা তারও বেশি কমে গেছে। আজ এ নিয়ে সাংবাদিকদের কাছে আফসোস করে মোহামেডানের স্পিনার তাইজুল ইসলাম বলেছেন, ‘শেষ পর্যন্ত টাকার জন্যই খেলে ক্রিকেটাররা। প্রতিটি টুর্নামেন্ট থেকেই যখন টাকা কমে যায়, অবশ্যই এটা একটা দুঃখজনক বিষয়। শুধু জাতীয় দলের ক্রিকেটার না, অনেক ক্রিকেটার আছে, যাদের ঘরোয়া ক্রিকেট খেলে পরিবার চালাতে হয়। তাদের জন্য এটা অনেক কঠিন হয়ে যায়।’

মোহাম্মদ মিঠুনও অনেকটা তাইজুলের সুরেই কথা বলেছেন, ‘যতই দেশের প্রেক্ষাপট বলেন বা অজুহাত দেওয়ার চেষ্টা করেন, কিন্তু দিন শেষে যখন চাকরি করবেন, আপনি কিন্তু যথাযথ পারিশ্রমিকই আশা করবেন। আমাদের পেশা কিন্তু ক্রিকেট। আশা করি, গত বছর যেখানে শেষ হয়েছে, সেখান থেকে উন্নতি করার। কিন্তু এখন সব ক্রিকেটারের পারিশ্রমিক কমেছে এবং সেটা বড় অঙ্কে কমেছে। যেটা পেশাদার ক্রিকেটার হিসেবে আমরা আশা করি না।’

এবারের প্রিমিয়া লিগে  তামিম ইকবাল ও মুশফিকুর রহিম নাম লিখিয়েছেন মোহামেডানে। আফিফ হোসেন, আকবর আলী, তানজিম হাসানদের নিয়ে তারুণ্যনির্ভর দল গড়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন