শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ , ২০ শাওয়াল ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

‘চ্যাম্পিয়নস ট্রফিতে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত’

ক্রীড়া ডেস্ক ২৫ ফেব্রুয়ারি , ২০২৫, ২১:৫৩:২৬

153
  • ছবি: ইন্টারনেট

এবারের চ্যাম্পিয়নস ট্রফির মূল আয়োজক পাকিস্তান। তবে দেশটিতে যায়নি ভারত। তাদের ভেন্যু দুবাই। সেখানেই খেলছে রোহিত শর্মার দল। যে কারণে বাড়তি সুবিধা পাচ্ছে বলে মনে করেন অস্ট্রেলিয়ার  বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স। 

চ্যাম্পিয়নস ট্রফির মূল আয়োজক পাকিস্তান হলেও হাইব্রিড মডেলে খেলা হচ্ছে দুবাইয়েও। টুর্নামেন্টের বাকি সাত দল যখন এক শহর থেকে আরেক শহরে ভ্রমণ করছে, ভারত তখন বেশ আরামেই আছে। এক ভেন্যুতে সব ম্যাচ হওয়ায় ভারতীয় দলকে ভ্রমণ ঝক্কি পোহাতে হচ্ছে না। এ কারণে সেখানকার কন্ডিশনের সঙ্গে সহজেই মানিয়ে নিয়েছে, পিচ সম্পর্কেও স্বচ্ছ ধারণা পেয়ে গেছে। এটা ভারতকে বিশাল সুবিধা দিচ্ছে বলে দাবি করেছেন প্যাট কামিন্স।

সম্প্রতি কন্যাসন্তানের বাবা হওয়া কামিন্স পরিবারের সঙ্গে সময় কাটালেও চ্যাম্পিয়নস ট্রফির ওপর নজর ঠিকই রাখছেন। তার মনে হচ্ছে, ভারত এই টুর্নামেন্ট থেকে বাড়তি সুবিধা পাচ্ছে,  ‘টুর্নামেন্ট এগিয়ে যাচ্ছে, এটা ভালো ব্যাপার। কিন্তু ভারত একই মাঠে সব ম্যাচ খেলায় স্পষ্টতই বিশাল সুবিধা পাচ্ছে। তারা এমনিতেই খুব শক্তিশালী দল, তার ওপর এক ভেন্যুতেই সব ম্যাচ খেলে বাড়তি সুবিধা নিচ্ছে।’

প্রথম দুই ম্যাচ জিতে সবার আগে সেমিফাইনালে পৌঁছে গেছে ভারত। রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে রোহিতের দল। সেই ম্যাচের জয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন