শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ , ২০ শাওয়াল ১৪৪৬

খেলা
  >
ক্রিকেট

বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-দ. আফ্রিকার লড়াই

ক্রীড়া ডেস্ক ২৫ ফেব্রুয়ারি , ২০২৫, ২২:০০:১৮

157
  • ছবি: ক্রিকইনফো

চ্যাম্পিয়নস ট্রফির ‘বি’ গ্রুপের অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ বৃষ্টির কারণে ভেসে গেল। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। কিন্তু বৃষ্টির বাগড়ায় তিন ঘণ্টা ১০ মিনিট অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন অফিসিয়ালরা।

এবারই প্রথম  চ্যাম্পিয়নস ট্রফিতে মুখোমুখি হতো অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। কিন্তু বেঁকে বসা প্রকৃতির কারণে ভেস্তে গেল সেই সুযোগ। দুই দলের নামের পাশে যুক্ত হলো একটি করে পয়েন্ট। নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারায় অস্ট্রেলিয়া। আর দক্ষিণ আফ্রিকা জেতে আফগানিস্তানের বিপক্ষে। এদিনের ফলাফলে কারণে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জিতলে সেমি-ফাইনাল নিশ্চিত হয়ে যাবে দুই দলেরই।

ইংল্যান্ড ও আফগানিস্তানের মধ্যকার বুধবারের লড়াইটি এখন পরিণত হয়েছে ‘এলিমিনেটর’ ম্যাচে। লাহোরে হেরে যাওয়া দলটি ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। শেষ চারে যেতে আগামীকালের জয়ী দলকে তাদের শেষ গ্রুপ ম্যাচও জিততে হবে।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন